কলকাতা নাইট রাইডার্স দল জয়ের সরণিতে ফিরেছে রাজস্থান ম্যাচে। এই ম্যাচে বারসাপারা স্টেডিয়ামে ৮ উইকেট হাতে নিয়েই ম্যাচ জিতে গেছে নাইটরা। কুইন্টন ডি কক একটুর জন্য শতরান হাতছাড়া করেন, অপরাজিত থাকেন ৯৭ রানে। সুনীল নারিন খেলতে পারেননি অসুস্থতার জন্য, তবে তাতে কেকেআরের জয় আটকে থাকে নি।
একটা চ্যাম্পিয়ন দল যদি নিজেদের কোর টিমকে ধরে রাখে তাহলে দলের এক আধজন ক্রিকেটার না খেললেও খুব বেশি পার্থক্য হয় না, সেটাই বোঝা গেল রাজস্থান ম্যাচে। রাসেলকে বলও করতে হল না, ব্যাটও করতে হল না। বরুণ চক্রবর্তীরাই দায়িত্ব নিয়ে এই ম্যাচে রাহানের কেকেআরের বৈতরণী পার করে দলকে জয়ের ট্র্যাকে ফিরিয়ে আনলেন।
কেকেআর জিততেই নিশানায় সিএবি
কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক আজিঙ্কা রাহানে প্রথম ম্যাচে হারের পরই চেয়েছিলেন স্পিনিং উইকেট, কারণ আরসিবি ম্যাচে নারিন ব্য়ক্তিগত করিশমায় নজর কাড়লেও বরুণ চক্রবর্তী ছিলেন একদমই নিষ্প্রভ। পরের দিকে উইকেটে তেমনই স্পিনই হয়নি। গুয়াহাটিতে অবশ্য বল একটু ঘুরতেই ভেল্কি দেখান বরুণ, মইনরা। তাতেই কেকেআরের জয়ের পথ মসৃণ হয়। এরপরই সিএবির দিকে তোপ দেগেছেন নাইট সমর্থকরা।
চেন্নাইতে সুবিধা পায় সিএসকে
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে দীর্ঘদিন ধরেই মহেন্দ্র সিং ধোনির সিএসকে দল খেলে থাকে। সেখানে কিন্তু বরাবরই স্লো টার্নার উইকেট হয়, এক্ষেত্রে চিদাম্বরম স্টেডিয়ামের পিচ কিউেটররা কিন্তু কোনওদিনই তেমন বাধা সৃষ্টি করে না। কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নাইট রাইডার্স এর আগেও বারবারই আবেদন জানিয়েছে ইডেনে স্পিনিং ট্র্যাকের জন্য, তবে সিএবি এক্ষেত্রে কোনও পদক্ষেপই নেননি। আর সিএবির পিচ কিউরেটরও জানিয়েছিলেন তিনি ইডেনে থাকলে কোনওদিনই পছন্দ মতো উইকেট পাবে না নাইট রাইডার্স, অর্থাৎ তিনি নিউট্রাল স্পোর্টিং পিচ করবেন।