ভারতের তারকা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহ ইতিহাসের বইয়ে তাঁর নাম লিখে ফেলেছেন। কারণ তিনি ৭ ফেব্রুয়ারি (বুধবার) আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হয়েছেন। প্রথম কোনও ভারতীয় পেসার টেস্টে এক নম্বর বোলার হলেন। বিশাখাপত্তনমে ইংল্যান্ডের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে মোট ৯ উইকেট নিয়ে তিনি তাঁর সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে সিংহাসন থেকে নামিয়ে, শীর্ষস্থান দখল করেছেন।
বিষেণ সিং বেদি, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার পরে ভারতের থেকে এই কীর্তি অর্জনকারী চতুর্থ বোলার হলেন বুমরাহ। এখানেই শেষ নয়, জসপ্রীত বুমরাহ বিশ্বের প্রথম বোলার হিসেবে তিন ফর্ম্যাটে এক নম্বর হওয়ার কৃতিত্ব অর্জন করেছেন। একটি বা দু'টি ফর্ম্য়াটে বিশ্বসেরা হতে দেখা গিয়েছে অনেক বোলারকেই। তবে টেস্ট, ওয়ান ডে এবং টি২০- তিন ফর্ম্যাটেই আইসিসি ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে উঠতে দেখা যায়নি, আর কোনও বোলারকেই। বুমরাহ ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ওয়ান ডে ক্রিকেটে প্রথম বার বিশ্বসেরা হন। তিনি ২০১৭ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রথম বার বিশ্বের এক নম্বর বোলারের মুকুট মাথায় পরেছিলেন।
আরও পড়ুন: কপাল পুড়ল ভারতের, রাজকোট এবং রাঁচিতে সম্ভবত পাওয়া যাবে না কোহলিকে- রিপোর্ট
বুমরাহের ঐতিহাসিক কীর্তি অনুসরণ করে, পুরো ক্রিকেট মহল ফাস্ট বোলারকে অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছে। আসলে বুমরাহ তাঁর ক্যারিয়ারে প্রথম বারের মতো দীর্ঘতম ফর্ম্যাটে শীর্ষস্থানে পৌঁছেছেন। যাইহোক, ৩০ বছর বয়সী তারকা পেসার বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসার পর একটি ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি রহস্যময় স্টোরি শেয়ার করেছেন।
আরও পড়ুন: রঞ্জি খেলছেন না, কোনও খবর নেই, তবে বরোদায় কিরণ মোরে অ্যাকাডেমিতে কী করছেন ইশান কিষাণ?
বুমরাহ বিশ্বের দু'টি বিপরীত দিক দেখানোর একটি চিত্র শেয়ার করেছেন। উপরের ছবিটিতে স্টেডিয়ামের গ্যালারি পুরো ফাঁকা। একজন বসে রয়েছেন। যা খারাপ সময়ের তাঁর পাশে না থাকা ভক্ত বা শুভাকাঙ্খীদের ইঙ্গিত করেছেন, নীচের ছবিটিতে তাঁর অসাধারণ কীর্তি উদযাপনে স্টেডিয়ামের ভরা গ্যালারির ছবি দিয়েছেন। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, খারাপ সময়ে কেউ পাশে থাকেন না। ভালো সময়ে উপচে পড়ে শুভেচ্ছার ঢল।
উল্লেখযোগ্যভাবে, আমদাবাদে জন্মগ্রহণকারী ক্রিকেটার চোটের কারণে প্রায় ১১ মাস ২২ গজ থেকে দূরে ছিলেন। ২০২৩ সালে ১৮ অগস্ট তিনি ভারতীয় দলে প্রত্যাবর্তন করেন। এবং ২০২৩ ওডিআই বিশ্বকাপেও অংশ নেন। তার আগে অবশ্য বুমরাহ ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। তিনি ২০২২ এশিয়া কাপ এবং ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) ফাইনালও মিস করেছিলেন। এমন কী আইপিএলও খেলতে পারেননি বুমরাহ।
২২ গজ থেকে দূরে থাকার সময়ে বুমরাহ সোশ্যাল মিডিয়ায় খারাপ ভাবে ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। ভক্তরা আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি তাঁর প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। যাইহোক, ফিরে আসার পর থেকে তারকা স্পিডস্টার তিনটি ফরম্যাটেই দুর্দান্ত পারফরম্যান্স করে সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন।