রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের ঘরের মাঠে শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে বসে। এই নিয়ে আইপিএলে নিজেদের প্রথম তিনটি ম্যাচের মধ্যে দু'টিতেই হেরে বসে থাকল আরসিবি। তবে শুক্রবার কেকেআর-এর কাছে হারলেও, তারা তাদের দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে আরসিবি ড্রেসিংরুমে ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’-এর পুরস্কার দিয়েছে।
শুক্রবার কেকেআর-এর বিরুদ্ধে চারটি বাউন্ডারি এবং চারটি ছক্কার হাত ধরে ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। বিরাটের এই ব্যতিক্রমী ইনিংসটি তাঁকে স্বীকৃতি এনে দেয়, যদিও তার দল হেরে গিয়েছে। তাতে কী! ম্যাচের পরে কোহলিকে তাঁর অসামান্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তাঁরই সতীর্থ গ্লেন ম্যাক্সওয়েল একটি উপহার হ্যাম্পার দিয়েছিলেন।
আরও পড়ুন: ২০১৫ সালের পর চিন্নাস্বামীতে কখনও KKR-কে হারাতে পারেনি RCB, বেঙ্গালুরুতে দাদাগিরি বজায় থাকল নাইটদের
আরসিবি তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে, সেখানেই পুরস্কৃত হতে দেখা গিয়েছে কোহলিকে। আর পুরস্কার পাওয়ার পর নিজের ভাবনাও প্রকাশ করেছেন বিরাট। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় হল, আমরা সবাই জানি যে, এটি আমাদের জন্য একটি কঠিন রাত। যা ফল হয়েছে, তার চেয়ে অনেক ভালো দল আমরা, তাই এটা মেনে নিয়ে আমাদের এখানে থেকে বেরিয়ে সাহসের সঙ্গে এগিয়ে যেতে হবে। আমাদের দক্ষতার প্রতি বিশ্বাস রাখতে হবে। আমরা জয়ের পথে ফিরবই, তাই সেই পথেই আমরা এগোই।’
আরসিবি টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮২ রান করে। তবে সুনীল নারিন এবং বেঙ্কটেশ আইয়ারের দাপটে কেকেআরখুব সহজেই ১৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ পকেটে পুড়ে ফেলে। তবে বর্তমানে ২০২৪ আইপিএলে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান করে কোহলি ‘অরেঞ্জ ক্যাপ’-এর দখল রেখেছেন। তিন ইনিংসে ৯০.৫০ গড়ে এবং ১৪০-এর বেশি স্ট্রাইক রেটে ১৮১ রান সংগ্রহ করেছেন কোহলি।
আরও পড়ুন: RCB-কে হারিয়ে এক লাফে দুইয়ে উঠল KKR, শীর্ষস্থান হাতছাড়া করছে না CSK, হেরে চাপে কোহলিরা
কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের সঙ্গে কোহলি উল্লেখযোগ্য পার্টনারশিপ করে আরসিবি-র ইনিংসকে গতি দিয়েছিলেন। এবং কোহলির লড়াই বেঙ্গলারুকে একটি ভালো প্রতিযোগিতামূলক স্কোর করতে সাহায্য করেছিল। তবে শেষ রক্ষা হয়নি।
এদিকে জোড়া জয় দিয়ে ২০২৪ আইপিএলের মরশুম শুরু করল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আগে তারা সানরাইজার্স হায়দরাবাদকেও হারিয়েছে। আরসিবি-র বিরুদ্ধে বরাবরই রেকর্ড ভাল নাইটদের। কোহলিদের ডেরায় ২০১৫ সালের পর থেকে আর কোনও ম্যাচ হারেনি তারা। সেই ধারাবাহিকতাই অব্যাহত থাকল।