বাংলা নিউজ > ক্রিকেট > DC vs MI, IPL 2024: মুম্বই বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক, কিন্তু কার উপর?- ভিডিয়ো

DC vs MI, IPL 2024: মুম্বই বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক, কিন্তু কার উপর?- ভিডিয়ো

Delhi Capitals vs Mumbai Indians: দিল্লির ইনিংস চলার সময়ের একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে প্রকাশ্যে রাগে ফেটে পড়তে। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করার সময়ে হার্দিককে রাগে ফেটে পড়তে দেখা যায়। কিন্তু কার উপর এত রাগ হার্দিকের?

মুম্বই বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক, কিন্তু কার উপর?

দিল্লির কোটলায় শনিবাসরীয় দুপুরের ঝড়ে একেবারে লন্ডভন্ড হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্সের বোলারদের যাবতীয় আক্রমণ। সেই ঝড়ের নাম জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। তাঁর দাপটেই কেঁপে গেলেন হার্দিক পান্ডিয়ারা। এদিন ম্যাকগার্ক বিধ্বংসী মেজাজে হাফসেঞ্চুরি হাঁকান। মাত্র ১৫ তিনি অর্ধশতরান করে ফেলেন। সেই সঙ্গে পাওয়ার প্লে-তেই দিল্লি ক্যাপিটালস বিনা উইকেটে ৯২ রান করে ফেলে। এটাই পাওয়ার প্লে-তে দিল্লির করা সর্বোচ্চ স্কোর। আইপিএলের ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ পাওয়ার প্লে-র স্কোর।

আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত, ভাইরাল হল সেই ভিডিয়ো

ক্ষোভে ফেটে পড়লেন হার্দিক

দিল্লির হয়ে ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মুম্বইয়ের কোনও বোলারকে ছাতু করতে বাদ দেননি। এমনকী জসপ্রীত বুমরাহকেও মাঠের বাইরে পাঠাতে পিছপা হননি তিনি। আর এতেই সম্ভবত নিজের মেজাজ ধরে রাখতে পারেননি হার্দিক। দিল্লির ইনিংস চলার সময়ের একটি ভিডিয়ো নেটপাড়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে, মুম্বই অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে প্রকাশ্যে রাগে ফেটে পড়তে। বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করার সময়ে হার্দিককে রাগে ফেটে পড়তে দেখা যায়। যদিও কার উপর তিনি মেজাজ দেখাচ্ছিলেন, বা তাঁর ক্ষোভের কারণ কী, সেটা অবশ্য জানা যায়নি।

এদিন হার্দিকও বল হাতে নিরাশ করেছেন। তিনি মাত্র ২ ওভার বল করে ৪১ রান দিয়ে বসেন। কোনও উইকেট নেননি। হার্দিকের এবারের আইপিএলের পারফরম্যান্সও এখনও পর্যন্ত আহামরি নয়। তিনি ব্যাট হাতে একটিও হাফসেঞ্চুরি করতে পারেননি। দিল্লির বিরুদ্ধে ২৫৮ রানের তাডা় সময়ে ২৪ বলে বলে ৪৬ রান করেন হার্দিক।

ম্যাচের সংক্ষিপ্ত ফল

এদিন টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে প্রথমে দিল্লিকে ব্যাট করতে পাঠানোটাই কি বুমেরাং হয়ে গেল? এদিন দিল্লির হয়ে ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশেষজ্ঞ ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক মুম্বইয়ের কোনও বোলারকে ছাতু করতে বাদ দেননি। এমনকী জসপ্রীত বুমরাহকেও মাঠের বাইরে পাঠাতে পিছপা হননি। তাঁর ঝোড়ো ব্যাটিংয়েই পাওয়ার প্লে-তে ৯২ রান করে ফেলে দিল্লি। যেটি তাদের প্রথম ছয় ওভারে সর্বোচ্চ রান।

আরও পড়ুন: ফ্রেজার ঝড়ে পাওয়ার প্লে-তে নজির, সঙ্গে IPL-এর ইতিহাসে নিজেদের সর্বোচ্চ স্কোর দিল্লির, ভাঙল ১৩ বছর আগের রেকর্ড

তবে এদিন প্রায় নিশ্চিত শতরান হাতছাড়া করেন ম্যাকগার্ক। ২৭ বলে ঝোড়ো ৮৪ করে তিনি আউট হয়ে যান। তাঁর ইনিংস সাজানো ছিল ১১টি চার এবং ছ'টি ছক্কায়। স্ট্রাইক রেট ৩১১.১১। আর এক ওপেনার অভিষেক পোড়েল করেন ২৭ বলে ৩৬ রান, ১৭ বলে ৪১ রান করেন শাই হোপ, ১৯ বলে ২৯ করেন ঋষভ পন্ত। এছাড়া পাঁচে ব্যাট করতে নেমে ২৫ বলে ৪৮ রানের অনবদ্য ইনিংস খেলেন ত্রিস্তান স্টাবস। তাঁর হাত ধরেই সাড়ে তিনশোর গণ্ডি পার করে দিল্লি। ৬ বলে ১১ করে অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল। নির্দিষ্ট ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২৫৭ রান করে দিল্লি। এটি আইপিএলে তাদের নিজেদের সর্বোচ্চ স্কোর।

আরও পড়ুন: KKR-এর বিরুদ্ধে রেকর্ড জয়ের পর দিনই দুঃসংবাদ PBKS শিবিরে,দল ছাড়লেন তারকা বিদেশি

রান তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি মুম্বইয়ের। রোহিত শর্মা (৮ বলে ৮), ইশান কিষান (১৪ বলে ২০) এবং সূর্যকুমার যাদব (১৩ বলে ২৬) দ্রুত সাজঘরে ফেরেন। ৬৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। চতুর্থ উইকেটের জুটিতে পরিস্থিতি কিছুটা সামাল দেন তিলক বর্মা এবং হার্দিক। মুম্বই অধিনায়ক ৪টি চার এবং ৩টি ছক্কা সৌজন্যে করেন ২৪ বলে ৪৬। জুটিতে ওঠে ৭১ রান। এর পর নেহাল ওয়াধেরাও (৪) নিরাশ করেন।

তবে টিম ডেভিড দলের হাল ধরার চেষ্টা করেন। তিনি করেন ১৭ বলে ৩৭ রান। ২টি চার এবং ৩টি ছক্কা হাঁকান ডেভিড। মহম্মদ নবি করেন ৪ বলে ৭ রান। শেষ ওভার রান আউট হন তিলক বর্মা। তবে তিলকের ৩২ বলে ৬৩ রানই মুম্বইয়ের সবচেয়ে বড় অক্সিজেন ছিল। তাঁর ইনিংসে ছিল ৪টি করে চার এবং ছক্কা। তবে তিলক আউট হতেই মুম্বইয়ের জয়ের আশা শেষ হয়ে যায়। পিযূষ চাওলা করেন ৪ বলে ১০। লুক উড অপরাজিত থাকেন ৩ বলে ৯ রানে। নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেটে ২৪৭ করে মুম্বই। ১০ রানে তারা ম্যাচটি হেরে যায়।

  • ক্রিকেট খবর

    Latest News

    যশস্বী-কোহলি-সুদর্শনকে টপকে IPL 2025-এর কমলা টুপি সূর্যকুমারের আজ মাধ্যমিকের ফলপ্রকাশ! এক ক্লিকেই দেখুন HT বাংলায়, কখন মেধাতালিকা প্রকাশিত হবে? 'নিজের জগতে বাস করেন…!', ‘শরবত জিহাদ’ নিয়ে রামদেবকে তুলোধোনা দিল্লি হাইকোর্টের ঝড়ে গাছ পড়ে বেহালায় মৃত ১, বারাসতেও গেল প্রাণ, থমকে গেল ট্রেন চলাচল RR-কে ছিটকে দিল, RCB-কে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে IPL Points Table-এর মগডালে উঠল MI ফের ভুবনেশ্বরের কেআইআইটি হস্টেলে উদ্ধার নেপালি ছাত্রীর দেহ! RR-কে ছুটির টিকিট ধরিয়ে প্লে-অফের পথে বড় লাফ মুম্বইয়ের, ৬ নম্বর ট্রফি দেখছে MI জনস্বার্থ মামলা নিয়ে ‘নজিরবিহীন’ সিদ্ধান্ত হাইকোর্টের, পরিবর্তন করা হল বেঞ্চ নিয়ম মেনে রুদ্রাক্ষের ব্রেসলেট পরলে উন্নতি ছায়াসঙ্গী হবে? রইল জ্যোতিষমত দিদুনের কোলে উঠে হরিনামের সঙ্গে নাচ কৃষভির, মেয়েকে আদর শ্রীময়ীর

    Latest cricket News in Bangla

    RR-কে ছিটকে দিল, RCB-কে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে IPL Points Table-এর মগডালে উঠল MI RR-কে ছুটির টিকিট ধরিয়ে প্লে-অফের পথে বড় লাফ মুম্বইয়ের, ৬ নম্বর ট্রফি দেখছে MI পহেলগাঁও নিয়ে প্রলাপ বকছিলেন, আফ্রিদির মার খাওয়ার ভিডিয়ো ভাইরাল করে বদলা ভারতের মাত্র কয়েক মিলিমিটার! অঙ্ক কষে নেওয়া DRS বাঁচাল রোহিতকে, সংশয় প্রকাশ নেটিজেনদের MI ম্যাচের আগে বড় ধাক্কা খেল RR, IPL 2025 থেকেই ছিটকে গেলেন দলের তারকা পেসার সত্যিই প্রেমের জোয়ারে ভাসছেন শিখর,ভালোবাসার কথা স্বীকার করলেন তাঁর আইরিশ বান্ধবী হার্দিকের গ্লাভসে কি হিরে লাগানো রয়েছে? স্যামসন খোঁজ পেলেন রত্নভাণ্ডারের? বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ?বিজেন্দ্রর প্রশ্ন,‘ক্রিকেটেও প্লেয়াররা বয়স কমাচ্ছে?’ ২৮ বলে সেঞ্চুরি করে গেইলদের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট ২ বছর ব্যথা নিয়ে খেলেছেন, ঝুঁকির মুখে নতুন জীবন দিয়েছে RCB- দাবি তরুণ স্পিনারের

    IPL 2025 News in Bangla

    RR-কে ছিটকে দিল, RCB-কে ঘাড় ধরে দুইয়ে নামিয়ে IPL Points Table-এর মগডালে উঠল MI RR-কে ছুটির টিকিট ধরিয়ে প্লে-অফের পথে বড় লাফ মুম্বইয়ের, ৬ নম্বর ট্রফি দেখছে MI মাত্র কয়েক মিলিমিটার! অঙ্ক কষে নেওয়া DRS বাঁচাল রোহিতকে, সংশয় প্রকাশ নেটিজেনদের MI ম্যাচের আগে বড় ধাক্কা খেল RR, IPL 2025 থেকেই ছিটকে গেলেন দলের তারকা পেসার হার্দিকের গ্লাভসে কি হিরে লাগানো রয়েছে? স্যামসন খোঁজ পেলেন রত্নভাণ্ডারের? বৈভবের বয়স নিয়ে সংশয় প্রকাশ?বিজেন্দ্রর প্রশ্ন,‘ক্রিকেটেও প্লেয়াররা বয়স কমাচ্ছে?’ ২৮ বলে সেঞ্চুরি করে গেইলদের রেকর্ড ভাঙা ক্রিকেটারকে ট্রায়ালে ডাকল CSK- রিপোর্ট ২ বছর ব্যথা নিয়ে খেলেছেন, ঝুঁকির মুখে নতুন জীবন দিয়েছে RCB- দাবি তরুণ স্পিনারের IPL 2025-এ লজ্জায় ডোবার পরেই ধোনিকে ডেকে কথা বললেন চেন্নাই CEO, তবে কি এটাই শেষ? বড় ধাক্কা খেল MI, IPL থেকে ছিটকে গেল চায়নাম্যান বোলার, বদলিও খুঁজে নিল মুম্বই

    Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
    প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ