মহেন্দ্র সিং ধোনির কি চোট রয়েছে? পরের ম্যাচে কি তিনি খেলতে পারবেন? মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচের পর একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে, ধোনিকে খুঁড়িয়ে হাঁটতে। তার পরেই চিন্তার মেঘ ঘনীভূত হয়েছে সিএসকে-র আকাশে।
ধোনির চোট নিয়ে আশঙ্কা?
ভারতের কিংবদন্তি উইকেটরক্ষক ব্যাটসম্যান এই মরশুমে চেন্নাই সুপার কিংসের হয়ে স্টাম্পের পিছনে এবং ব্যাট হাতেও দুরন্ত ছন্দে রয়েছেন। ৪২ বছর বয়সী তারকার পারফরম্যান্সের হাত ধরে ম্যাচের রং-ও বদলে যাচ্ছে। তবে এর মাঝেই রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসের জয়ের পর একটি ভিডিয়োতে ধোনিকে টিম হোটেলে অন্যান্য সতীর্থদের সঙ্গে দেখা গিয়েছে। এবং সেই ভিডিয়োতে তাঁকে কিছুটা খুঁড়িয়ে দেওয়াল ধরে হাঁটতে দেখা গিয়েছে। এমন কী ধোনিকে হাঁটুতে একটি মোটা কালো ‘নি ক্যাপ’ পরে থাকতেও দেখা গিয়েছে। প্রসঙ্গত, প্রথম ম্যাচের পরেও পায়ে আইস প্যাক লাগিয়ে ঘুরতে দেখা গিয়েছিল ধোনিকে।
এই ভিডিয়ো সামনে আসার পরেই ধোনির চোট নিয়ে শুরু হয়েছে জল্পনা। সিএসকে বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স স্বীকার করে নিয়েছেন যে, ধোনির হাঁটুতে চোট রয়েছে। এবং তিনি সেই ব্যথাকে উপেক্ষা করেই লড়াই চালাচ্ছেন।
আরও পড়ুন: MI-এর হারের পরেই বুমরাহ গেলেন CSK ড্রেসিংরুমে, কেন?
সিমন্স বলেছেন, ‘ওর চোট রয়েছে। তবে ধোনি নিজে ছাড়া বাকিরা ওর চোট নিয়ে বেশি চিন্তিত। ওর মতো শক্তপোক্ত মানুষের সান্নিধ্যে আমি আগে আসিনি। আমরা জানি না কতটা যন্ত্রণায় ভুগছে ও। ও এইভাবেই চালিয়ে যায়। তবে সেসব উড়িয়ে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা আছে ওর। চোট নিয়ে ধোনির থেকে বেশি চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।’
আরও পড়ুন: গরমে গলে গিয়েও ভালো খেলার নেপথ্যে ইডেনের পিচ! বড় সার্টিফিকেট দিলেন ফিল সল্ট
সিএসকে-র নেটে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয় ধোনিকে
এরিক সিমন্স আরও বলেছেন যে, নেটে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয় ধোনিকে। ট্রেনিং সেশনে তাঁর বিরুদ্ধে ডেথ বোলিং প্র্যাকটিস করে চেন্নাইয়ের বোলাররা। এবার সেটা ম্যাচে নেমেও কাজে দিচ্ছে। সিমন্সের দাবি, ‘ওরা আমাদের দুটশো রানের কমে আটকে রাখতে চেয়েছিল। কিন্তু ধোনির একটা ওভার ম্যাচের রং বদলে দেয়। ওর উপর নির্ভর করা হলে, প্রতি বার আমাদের চমকে দেয়। নেমেই প্রথম বলে ছয় মারা এবং পরের দু'টি বলেও একই ছন্দ ধরে রাখা সহজ নয়। তবে নেটে ও দারুণ ব্যাট করছে। আরও একটা অবিশ্বাস্য এমএস ধোনি মুহূর্ত উপহার দিল আমাদের। আমরা ডেথ বোলিং প্র্যাকটিস করার সময়ে ওকে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করি। ওর বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করতে পারলে, আমরা মনে করি সঠিক দিশাতেই এগোচ্ছি।’
আরও পড়ুন: ছক্কার হ্যাটট্রিক হাঁকানো বল খুদেকে উপহার দিয়ে মন জিতলেন ধোনি, ভাইরাল হল ভিডিয়ো
ওয়াংখেড়েতে ‘মাহি ম্যাজিক’
রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ‘মাহি ম্যাজিকে’ মুগ্ধ ওয়াংখেড়ে। ধোনির করিশ্মা ভক্তদের স্মৃতির সাগরে ডুব দেওয়ার সুযোগ করে দিয়েছে। চেন্নাই সুপার কিংসের ইনিংসের শেষ ওভারে ব্যাট করতে আসেন ধোনি। তখন ইনিংসের আর ৪ বল বাকি। হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে এই ৪টি বলই খেলার সুযোগ পান ধোনি। এবং ক্রিজে এসেই টানা তিনটি ছক্কা হাঁকান। শেষ বলে নেন ২ রান। ৪ বল খেলে করেন মোট ২০ রান। আর সেই সঙ্গেই ওয়াংখেড়েতে উপস্থিত প্রতিটি দর্শকেরা আবারও ২০১১ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিতে হারিয়ে গিয়েছিলেন। পরপর তিনটি ছক্কা হাঁকিয়ে ৮-৮০- সব ভক্তদের মনই জয় করেন মাহি। ম্যাচটিতে সিএস-কে জেতে ২০ রানেই।