ভারত ফ্লোরিডায় চতুর্থ টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে নয় উইকেটে হারিয়ে চলতি পাঁচ ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ভারত। এই জয়ের ফলে পঞ্চম টি-টোয়েন্টি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কার্যত ফাইনালে পরিণত হয়েছে। যারা জিতবে, তারাই সিরিজ পকেটে পুড়বে।
জয়ের পর অধিনায়ক হার্দিক পান্ডিয়া বলেন, ‘প্রথম ম্যাচে নিজেদের ভুলে হেরেছিলাম। আমরা ভাল ভাবে রান তাড়া করছিলাম। কিন্তু শেষ চার ওভারে খেই হারিয়ে ফেললাম। নিজেদের ভুলের খেসারত দিতে হল। পরের ম্যাচেও আমাদের দোষ ছিল। কিন্তু এই দুই ম্যাচে হার থেকে শিক্ষা নিয়েছি। হয়তো ওই ধাক্কা না খেলে এ ভাবে ফিরতে পারতাম না। সিরিজ়ে হারের মুখে ছিলাম বলেই নিজেদের সেরাটা দিতে পেরেছি।’
আরও পড়ুন: যশস্বী-শুভমন ঝড়ে উড়ে গেল উইন্ডিজ, হল একাধিক নজির, দেখে নিন তালিকা
প্রথম দু'টো ম্যাচে ভারত হেরেছিল। কিন্তু তৃতীয় ম্যাচ থেকে তারা দুরন্ত প্রত্যাবর্তন করেন। তৃতীয় এবং চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচ জিতে সিরিজ ২-২ করে ফেলে ভারত। চতুর্থ ম্যাচে যশস্বী এবং শুভমনের দাপটেই হেরে বসে থাকে ওয়েস্ট ইন্ডিজ। যে কারণে দুই তরুণ ওপেনারকে নিয়ে উচ্ছ্বসিত ছিলেন হার্দিক। ম্যাচের পর তিনি বলেছেন, ‘যশস্বী ও শুভমন খুব ভাল খেলেছে। এই গরমে এত বড় ইনিংস খেলা সহজ নয়। বড় শট মারার পাশাপাশি দৌড়ে ভাল রান নিয়েছে ওরা। দলের ব্যাটিংকে ওরা ভরসা দিয়েছে।’
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতে শুভমন আউট হতে, তিনে নেমেছিলেন তিলক বর্মা। এদিন অবশ্য সেভাবে খেলার সুযোগ পাননি তিলক। তবে তিনি সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এবং তৃতীয় টি-টোয়েন্টিতে তিনি হাফসেঞ্চুরি করে দলকে জেতাতে সাহায্য করেছিলেন। প্রশ্ন হল, পঞ্চম টি-টোয়েন্টিতেও খেলবেন তিলক?
আরও পড়ুন: হোল্ডার, ম্যাকয়েদের বিরুদ্ধে খেলতে IPL সাহায্য করেছে- ভারতকে জিতিয়ে দাবি যশস্বীর
যদি তিলক তিনে খেলেন, তবে সূর্যকুমার যাদব চার নম্বরে খেলবেন। পাঁচে সম্ভবত সঞ্জু ছয়ে ব্যাট করতে নামতে পারেন সে ক্ষেত্রে। ছয়ে হার্দিক পান্ডিয়া খেলতে পারেন। সাতে অক্ষর প্যাটেল নং। আট থেকে এগারো নম্বরে যথাক্রমে কুলদীপ যাদব, আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল এবং মুকেশ কুমার ব্যাট করতে নামবেন। স্পিনের দায়িত্ব ভাগাভাগি করে নেবেন অক্ষর, কুলদীপ এবং চাহাল। এদিকে পেসার হিসেবে দায়িত্বে থাকবেন মুকেশ, হার্দিক এবং আর্শদীপ।