বিশ্বের অন্যত্র নিজেদের খেলোয়াড়দের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেয় না ভারতীয় বোর্ড। তাহলে অন্যান্য বোর্ড কেন নিজেদের খেলোয়াড়দের আইপিএলে খেলার অনুমোদন দেয়? তা নিয়ে গোঁসা করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক। তাঁর দাবি, বাকি বোর্ডগুলির স্পষ্টভাবে বলা উচিত যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি অন্য দেশের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের না ছাড়ে, তাহলে তারাও নিজেদের দেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার জন্য সবুজ সংকেত দেবে না। সেরকম দৃঢ় অবস্থান নিতে পারলে তবেই বিসিসিআইয়ের উপরে চাপ তৈরি করা যাবে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক।
আর তিনি সেই মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের নামে ছড়িয়ে পড়া একটি মন্তব্যের প্রেক্ষিতে। একটি মহলের তরফে দাবি করা হচ্ছিল, কামিন্স বলেছেন যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুধুমাত্র দুবাইয়ে (পাকিস্তান আয়োজক হলেও দুবাইয়ে খেলছে টিম ইন্ডিয়া) খেলতে হওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। যদিও গত ২৫ ফেব্রুয়ারি কামিন্স স্পষ্টভাবে জানিয়ে দেন যে তিনি নিশ্চিতভাবে এরকম কোনও মন্তব্য করেননি।
আরও পড়ুন: India's Probable XI: শামির জায়গায় আর্শদীপ? '৩৬ ঘণ্টা' আতঙ্কে NZ ম্যাচে প্রথম একাদশ পালটাতে পারে ভারত
তারইমধ্যে সেদিন পাকিস্তানি সংবাদমাধ্যম ২৪ নিউজের অনুষ্ঠানে কামিন্সের বিরুদ্ধে উষ্মাপ্রকাশ করেন ইনজামাম। তিনি দাবি করেন, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় বোর্ড নিজের ছড়ি ঘোরাচ্ছে। আর তার রেশ ধরেই আইপিএলের উদাহরণ দেন।
‘পুরোটা টাকার ব্যাপার', রেগে ফায়ার ইনজামাম
তিনি বলেন, ‘পুরোটা টাকার ব্যাপার। চ্যাম্পিয়ন্স ট্রফিটা একদিকে রাখুন। বাকি দেশগুলিকে (আইপিএল নিয়ে) ভাবতে হবে। আপনি আইপিএল দেখুন। আইপিএলে দুনিয়ার সমস্ত সেরা খেলোয়াড়রা এসে খেলে। ভারতীয় খেলোয়াড়রা (বিশ্বের) অন্য কোনও লিগে গিয়ে খেলছে না। সব বোর্ডের নিজেদের খেলোয়াড়দের আইপিএলে না পাঠানো উচিত। আপনি যদি অন্য কারও জন্য নিজেদের খেলোয়াড়দের রিলিজ নাই করেন, তো অন্য বোর্ডগুলিকেও তো একটা কঠোর অবস্থান নিতে হবে।’
আরও পড়ুন: ভিডিয়ো: 'জুতোর নম্বর কত?' শ্রেয়সের প্রশ্নে চমকে উঠলেন নেট বোলার! তারপর কী ঘটল? চমকে যাবেন!
পাকিস্তান সিরিজ ছেড়ে প্রোটিয়াদের আইপিএল খেলার অনুমতি কেন? খেপে লাল ইঞ্জি
ইনজামাম আরও দাবি করেন, পাকিস্তানে দক্ষিণ আফ্রিকার জাতীয় দল এসেছে। আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আর সেই অবস্থায় পাঁচজন খেলোয়াড় আইপিএল খেলতে চলে গেলেন। তো দেশের থেকে আইপিএল এগিয়ে রাখা হল। উল্লেখ্য, ২০২১ সালে পাকিস্তানে সাদা বলের সিরিজ শেষ হওয়ার আগেই নিজেদের খেলোয়াড়দের আইপিএলে যাওয়ার অনুমতি দিয়েছিল দক্ষিণ আফ্রিকা বোর্ড। আর তাতেই চটে গিয়েছেন ইনজামাম।