শুভব্রত মুখার্জি: ভারতীয় মহিলা দল তাদের শেষ সিরিজ খেলেছে বাংলাদেশের বিপক্ষে। সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলতে তারা গিয়েছিল বাংলাদেশে। সেই সিরিজের শেষ ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গ করে বিতর্কের সৃষ্টি করেছিলেন হরমনপ্রীত কৌর। এই ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল হরমনকে। আউট হওয়ার পর ব্যাট দিয়ে স্টাম্পে সজোরে আঘাত করেছিলেন ভারতীয় অধিনায়ক। এর পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারিং নিয়ে শ্লেষাত্মক মন্তব্য করতেও ছাড়েননি তিনি। তবে তা নিয়ে একেবারেই অনুতপ্ত নন হরমন। তাঁর স্পষ্ট বক্তব্য ক্রিকেটারদেরও তাঁদের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।
প্রসঙ্গত হরমনপ্রীত ফটোসেশনের পর বাংলাদেশ দলকে নিয়ে কটুক্তি করেছিলেন। আর অখেলোয়াড় সুলভ আচরণের জন্য দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। ফলে হাংঝাউতে এশিয়ান গেমসের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না তিনি। সম্প্রতি দ্য ক্রিকেট পেপারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ভারতীয় ব্যাটার হরমনপ্রীত কৌর এই বিষয়ে নিজের মতামত জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘আমি এটা বলব না যে আমি কোনও কিছু নিয়ে অনুশোচনা করছি। কারণ দিন শেষে একজন ক্রিকেটার হিসেবে দেখতে চাইব যে, ন্যায্য জিনিসগুলো যা মাঠে হচ্ছে। একজন ক্রিকেটার হিসেবে সব সময়ে নিজেকে প্রকাশ করার অধিকার রয়েছে। আপনি কী অনুভব করছেন, তা প্রকাশের অধিকার আপনার রয়েছে।’
হরমনপ্রীত আরও বলেছেন, ‘আমার মনে হয় না, আমি ভুল কিছু বলেছি কোনও ক্রিকেটার বা অন্য কাউকে। যা মাঠে ঘটেছে,যা সবাই দেখেছে আমি সেটাই বলেছি। আমি শুধু মাঠে যেটা হয়েছে সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি। আমি কোনও কিছুতে অনুশোচনা করি না।’ অর্থাৎ বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আম্পায়ারিং নিয়ে রাগ দেখিয়ে আইসিসির শাস্তির কোপে পড়েও তাঁর দৃষ্টিভঙ্গি এখনও বদলাননি।