শুভব্রত মুখার্জি:- মহিলা ক্রিকেটে নিঃসন্দেহে সবথেকে শক্তিশালী দল অস্ট্রেলিয়া দল। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই সমান শক্তিশালী দল তারা। ওয়ানডে, টি-২০ ক্রিকেটে তারাই বিশ্ব চ্যাম্পিয়ন। সম্প্রতি তাদের দলের অধিনায়কত্বে পরিবর্তন হয়েছে। নয়া অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন অ্যালিসা হিলি। নতুন অধিনায়কের অধীনেও সমান দাপট বজায় রেখেছে তারা। লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্টে সদ্য ভারতের কেছে হেরেছিল তারা। কিন্তু সেইসব পিছনে ফেলে ওয়ানডে ফর্ম্যাটে দুরন্ত কামব্যাক করেছে তারা। পরপর দুটি ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে তারা।তিন ম্যাচের সিরিজে আপাতত ২-০ ফলে এগিয়ে রয়েছে তারা। আর এই সিরিজ জয়ের মধ্যে দিয়েই ভারতের বিরুদ্ধে নিজেদের আধিপত্য বজায় রেখেছে তারা।
ভারতের বিরুদ্ধে ওয়ানডে ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার দাপট অব্যাহত রয়েছে। এই নিয়ে নটি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে দুই দল। আর সবকটিতেই জিতেছে অস্ট্রেলিয়া দল। ১৯৮৪ সাল থেকে ভারতের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে জয়ের যে ধারা শুরু হয়েছিল তা আজ ৩৯ বছর বাদেও অব্যাহত থাকল। প্রসঙ্গত ভারতের বিরুদ্ধে ওয়ানডে ফর্ম্যাটে অজি মহিলা দল প্রথম সিরিজ ৪-০ ফলে জিতেছিল ১৯৮৪ সালে।তাদের দ্বিতীয় জয় আসে ২০০৪ সালে। ৪-৩ ফলে এই সিরিজ জেতে অজিরা। এই দুটি সিরিজ খেলা হয়েছিল ভারতে। তৃতীয় সিরিজ এবং চতুর্থ সিরিজ খেলা হয় অস্ট্রেলিয়াতে। ২০০৬ সালে ৩-০ এবং ২০০৮ সালে ৫-০ ফলে জেতে অজিরা। ২০১২ সালে ভারতকে তাদের দেশের মাটিতেই ৩-০ ফলে হারায় অজিরা। ২০১৬ সালে অস্ট্রেলিয়াতে গিয়ে ২-১ ফলে হারে ভারত। ২০১৮ সালে ভারতে এসে ভারতকেই ৩-০ হারায় অস্ট্রেলিয়া দল। ২০২১ সালে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ২-১ ফলে হেরেছিল ভারত। ২০২৩ সালে ভারতে এখন পর্যন্ত সিরিজে অজিরা এগিয়ে ২-০ ফলে।
এদিন ওয়াংখেড়েতে এক টানটান উত্তেজনার ম্যাচের সাক্ষী থাকেন দর্শকরা।একেবারে শেষ বল পর্যন্ত চলে লড়াই। অজিদের হয়ে নার্ভ ধরে রেখে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দেন অ্যানাবেল সাদারল্যান্ড। তাঁর ঠান্ডা মাথার ডেথ বোলিংয়ে ভর করেই জয় নিশ্চিত করে অজিরা। ম্যাচে তিন রানে জয় পেয়েছে অস্ট্রেলিয়া।তারা প্রথমে ব্যাট করে আট উইকেটে ২৫৮ রান করে। জবাবে ভারত ৮ উইকেটে ২৫৫ রান করেই আটকে যায়। রিচা ঘোষ অনবদ্য ৯৬ রানের ইনিংস খেলে দলকে শেষ পর্যন্ত লড়াইয়ে রাখলেও অল্পের জয় দলকে কাঙ্ক্ষিত জয় এনে দিতে পারেননি।