বিরাট কোহলির কি তিন নম্বর পজিশনে ব্যাটিং চালিয়ে যাওয়া উচিত, নাকি অভিজ্ঞ ব্যাটার টি-টোয়েন্টিতে অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ইনিংস ওপেন করবেন? প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি'ভিলিয়ার্স আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টির আগে এই নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন। প্রসঙ্গত, ভারতের প্রাক্তন অধিনায়ক কোহলি রবিবার ২০২২ সালের পর তাঁর প্রথম খেলা টি-টোয়েন্টিতে তিন নম্বর ব্যাটিং করেছিলেন। আবার বুধবার আফগানদের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টিতেও তিনি তিনে ব্যাট করেন। এবং প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরে যান। রবিবার রোহিত শর্মা গোল্ডেন ডাক করেছিলেন, আর বুধবার গোল্ডেন ডাক করেন কোহলি।
ব্যক্তিগত কারণে আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে পারেননি বিরাট কোহলি। তিনি ইন্দোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতীয় প্লেয়িং একাদশে ফিরে আসেন। রশিদ খানহীন দলের বিপক্ষে ১৬ বলে ২৯ রান করেছিলেন কোহলি। বুধবার আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে অবশ্য একেবারেই নিরাশ করছেন কিং কোহলি।
আরও পড়ুন: T20I-তে পঞ্চম সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে খাদের কিনারা থেকে তুললেন রোহিত, গড়লেন বিশ্বরেকর্ড
তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ঘরের মাঠ- এম চিন্নাস্বামী স্টেডিয়ামে হলেও, কোহলিকে তাঁর ছন্দে পাওয়া যায়নি। ইউটিউবে কোহলির ব্যাটিংয়ের অবস্থান সম্পর্কে কথা বলতে গিয়ে, এ বি ডি'ভিলিয়ার্স বলেছেন যে, কোহলি যখন তাঁর খেলার ক্যারিয়ারে তিন নম্বর ব্যাটার হিসেবে খেলেছেন, তখন তিনি দক্ষিণ আফ্রিকার জন্য সবচেয়ে বড় হুমকি হয়েছিলেন। ডি'ভিলিয়ার্স তার পর আরও ব্যাখ্যা করেছেন যে, কেন কোহলিকে সীমিত ওভারের ফরম্যাটে ভারতের তিন নম্বর ব্যাটার হওয়া উচিত।
আরও পড়ুন: 4-7nb-6-1-6-6-6- শেষ ওভারে করিম জনাতকে ঠেঙিয়ে ৩৬ রান নিলেন রোহিত-রিঙ্কু,গড়লেন রেকর্ড,২১২ করল ভারত
ডি'ভিলিয়ার্স বলেছেন, ‘আমার একটি ভিন্ন মতামত আছে। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের বেশির ভাগ অংশে, ভারতের বিপক্ষে যখন আমরা খেলতাম তখন বিরাটের তিন নম্বরে ব্যাটিং করাটা আমাদের জন্য সবচেয়ে বড় হুমকি ছিল। আমি সব সময়ে অনুভব করেছি যে, ওর তিনেই দলের আঠা। ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাটা, পুরোপুরি মিডল অর্ডার নয়, এটি টপ-অর্ডার। কিন্তু ও এতটাই ভালো যে, ও প্রায়ই মিডল অর্ডারের সঙ্গে একত্রিত হয়, এমন কী টেইলএন্ডারদের সঙ্গেও খেলে থাকে।’
ডি ভিলিয়ার্স উল্লেখ করেছেন যে কোহলি ৩ নম্বর ব্যাটার হিসেবে ৭৯টি ম্যাচ খেলেছেন। প্রাক্তন ভারতীয় অধিনায়কের ৫৫ গড় এবং ১৩৫ স্ট্রাইক রেট। আরসিবি কিংবদন্তি যোগ করেছেন যে, ওপেনার হিসাবে প্রথম বলের মুখোমুখি হওয়ার সময়ে কোহলির গড় ২৩। বরং কোহলি যখন প্রথম বলের মুখোমুখি হননি, তখন তাঁর ব্যাটিং রেকর্ড অনেক উন্নত।