অলরাউন্ডার শিবম দুবে চলতি আফগানিস্তান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতেও শিবম দুবে আক্রমণাত্মক মেজাজেই ব্যাট করে নজর কাড়া একটি ইনিংস খেলেছেন। ৩২ বলে ৬৩ রানে অপরাজিত ছিলেন শিবম দুবে। সেই সঙ্গে রোহিত শর্মার টিম ইন্ডিয়াকে রবিবার ইন্দোরে রশিদ খান-বিহীন দলের বিরুদ্ধে আর একটি সহজ জয় পেতে সাহায্য করেছেন। যশস্বী জয়সওয়াল এবং দুবের হাফ সেঞ্চুরির হাত ধরেই ভারত ২৬ বল বাকি থাকতে ৬ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছে। ম্যাচের পর দুবেকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রোহন গাভাসকর।
সুপারস্টার হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতিতে, শিবম দুবে ভারতের প্রথম সারির অলরাউন্ডার হিসেবে আবির্ভূত হয়েছেন। ভারতের স্ট্যান্ড-ইন অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং সূর্যকুমার যাদব তাঁদের চোটের কারণে এই মুহূর্তে ২২ গজের বাইরে রয়েছেন। যখন আফগানিস্তান সিরিজের জন্য ভারত তাদের স্কোয়াড ঘোষণা করেছিল, তখন নির্বাচনের জন্য অনুপলব্ধ ছিল মুম্বই ইন্ডিয়ান্স (MI) জুটি। টি২০ বিশ্বকাপের আগে ভারত তাদের চূড়ান্ত আন্তর্জাতিক টি২০ সিরিজে তাই শিবম দুবেকে সুযোগ দেন। আর সুযোগ পেয়েই দুবে প্রথম দু'টি ম্যাচে তাঁর অলরাউন্ড প্রদর্শনের মাধ্যমে সকলের নজর কেড়েছেন।
আরও পড়ুন: লারার মতো চারশোর ইনিংস খেললেন কর্ণাটকের তরুণ,ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে ছুঁলেন ৭৬ বছর আগের রেকর্ড
‘হার্দিক ফিট থাকলেও, ওকে সুযোগ দিতেই হবে…’
দুবের সাম্প্রতিক পারফরম্যান্স সম্পর্কে ক্রিকবাজের সঙ্গে কথা বলতে গিয়ে, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রোহন গাভাসকর দাবি করেছেন যে, চেন্নাই সুপার কিংসের (CSK) তারকা বিশ্বকাপের বছরে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে নতুন করে ভাবতে বাধ্য করে দিয়েছেন। গাভাসকরের দাবি, ‘হার্দিক ফিট হলে কী হবে? আমি মনে করি, ও (শিবম দুবে) যা খেলছে, সেটা নিশ্চিত করেছে যে, হার্দিক ফিট থাকলেও, বিশ্বকাপের স্কোয়াডে ও থাকবে। ও ভাবে পারফরম্যান্স করে গেলে, ওকে বাদ দেওয়া যে কারও পক্ষে খুব কঠিন হয়ে যাবে। নির্বাচকেরা যদি ওকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তবে এটি তাদের পক্ষে সত্যিই কঠিন সিদ্ধান্ত হতে চলেছে। ও যেটা করতে পারে, সেটাই করছে। আর নির্বাচকদের চাপ বাড়াচ্ছে।’
‘ও কাউকে নকল করার চেষ্টা করছেন না’
গাভাসকর যোগ করেছেন, ‘এই দু'টি ম্যাচের পর আমি মনে করি, ও এখন অনুভব করছে যে, ও আন্তর্জাতিক পর্যায়ের। ও ওর সতীর্থদের প্রশংসা এবং সম্মান পেয়েছে কারণ ও দু'টি ম্যাচেই একেবারে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। আমি মনে করি, ও ওর নিজের খেলা নিয়ে অনেক বেশি স্বচ্ছন্দ। ও ওর নিজের খেলা ভালো ভাবেই জানে। ও এখন কাউকে নকল করার চেষ্টা করছেন না। ও বলছে, ও যা করতে পারে, তাই করছে।’