WBPSC Miscellaneous 2024 পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত! কীভাবে ডাউনলোড করবেন? রইল জরুরি তথ্য
1 মিনিটে পড়ুন Updated: 05 Sep 2024, 03:47 PM IST- থেকে। উপরোক্ত লিঙ্কে ক্লিক করলেই সংশ্লিষ্ট পেজটি প্রকাশিত হবে। এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেওয়ার কিছু গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। দেখা যাক, সেই ধাপগুলি।
কীভাবে ডাউনলোড করবেন পশ্চিমবঙ্গের পিএসসি পরীক্ষার (মিসলেনিয়াস) অ্যাডমিট কার্ড:-
১) প্রথমেই যেতে হবে psc.wb.gov.in. সাইটে। এইটি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিশিয়াল সাইট।
২) এরপর যেতে হবে হোম পেজএ।
৩) তারপর যেতে হবে, অ্যাডমিট কার্ড সেকশনে। সেখানে পাওয়া যাবে, WBPSC Miscellaneous Admit Card 2024।
৪) প্রয়োজনীয় লিঙ্কে ক্লিক করে নিন।
৫) এরপর আপনার লগইন শংসাপত্র লিখুন, যেমন আপনার নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ সেখানে লিখুন।