আগামিকাল (১৯ মে) প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০ টায় সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারপর বেলা ১২ টা অনলাইনে পরীক্ষার্থীরা নিজেদের নম্বর দেখতে পাবে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে রেজাল্ট দেখতে পাবে পড়ুয়ারা। সেইসঙ্গে ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-তেও মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।
কীভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in -তে যেতে হবে।
২) ওয়েবসাইট খুললেই ‘West Bengal Board of Secondary Exam. Results - 2023’ লিঙ্ক দেখা যাবে। সেই লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেখানে 'Madhyamik Pariksha (SE) Results- Year 2023' থাকবে। সেটার নীচেই থাকবে রোল নম্বর এবং জন্মতারিখ লেখার জায়গা। সেই তথ্য দিতে হবে। তারপর ‘Submit’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) তারপরই সংশ্লিষ্ট পড়ুয়ার মাধ্যমিকের রেজাল্ট ভেসে উঠবে স্ক্রিনে। কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, কোন গ্রেড পেয়েছে, মোট কত নম্বর পেয়েছে, সেই সংক্রান্ত তথ্য দেখা যাবে।
কীভাবে HT Bangla থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখবেন?
১) ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র ওয়েবসাইট betvisa69.com-তে যেতে হবে।
২) হোমপেজেই ‘মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Result)’ থাকবে। সেখানে রোল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য দিতে হবে। ‘ক্লিক করুন’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৩) স্ক্রিনে পড়ুয়াদের রেজাল্ট দেখা যাবে।
এবার মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা
২০২৩ সালে মাধ্যমিক পরীক্ষা ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। ৩ মার্চ শেষ হয়েছিল মূল বিষয়ের পরীক্ষা। অর্থাৎ এবার মাত্র ৭৫ দিনের মাথায় মাধ্যমিকের ফলাফল প্রকাশ করছে মধ্যশিক্ষা পর্ষদ। তারইমধ্যে ২০২২ সালের থেকে এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে। গতবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ৯৮ হাজার ৭৭৫। সেখানে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ৬ লাখ ৯৮ হাজার ৯২৮। এবার ছাত্রের সংখ্যা ২ লাখ ৯০ হাজার ১৭২ জন। ছাত্রীর সংখ্যা ৩ লাখ ৫৬ হাজার ২১। পর্ষদের দাবি, করোনাভাইরাস মহামারীর কারণে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক