WB Health jobs: রাজ্য সরকারি হাসপাতালে ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ
1 মিনিটে পড়ুন Updated: 15 May 2021, 11:57 AM IST- থেকে আবেদনপত্র ডাউনলোড করে তা ফিলআপ করতে হবে। সমস্ত প্রয়োজনীয় নথি, যেমন- শিক্ষাগত যোগ্যতা, বয়স, শ্রেণি ইত্যাদির প্রমাণপত্র জেরক্স করে আবেদন পত্রের সঙ্গে খামে রাখতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা : J.B. Roy State Ayurvedic Medical College and Hospital, 170-172, Raja Dinendra Street, Kolkata, Pin- 700004
আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ : ১৭ মে, ২০২১ বিকেল ৩ টে পর্যন্ত।
ইন্টারভিউয়ের তারিখ : আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে ইন্টারভিউ নেওয়া হবে।
ঠিকানা : J. B. Roy State Ayurvedic Medical College and Hospital এর প্রিন্সিপাল সুপারিনটেনডেন্ট অফিসে অথবা অনলাইনে।