সরকারি হাসপাতালে চিকিৎসকদের ঘাটতির সমস্যা দীর্ঘদিনের। চিকিৎসকদের অভাবে বহু এলাকায় ধাক্কা খাচ্ছে চিকিৎসা পরিষেবা। অনেক ক্ষেত্রে মুমূর্ষু রোগীদের চিকিৎসা আটকে থাকছে। এই অবস্থায় চিকিৎসকদের ঘাটতি মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইচ্ছা প্রকাশ করেছিলেন ইউরোপ বা আমেরিকায় ধাঁচে চিকিৎসকদের অনুপস্থিতিতে যোগ্য নার্সদের পরিষেবা দিতে। এবার সেরকমই ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। আইনের সবদিক খতিয়ে দেখা হয়েছে। তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: Hiring in WB Health department: স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক, নার্স সহ ঢালাও নিয়োগের পরিকল্পনা পশ্চিমবঙ্গের
কীভাবে নিয়োগ করা হবে এই নার্স?
জানা গিয়েছে, যোগ্য এবং অভিজ্ঞ নার্সদের বেছে নিয়ে নিয়োগ করা হবে। এর জন্য ৩২৪টি পদ সৃষ্টি করা হয়েছে। এই পদের নাম দেওয়া হয়েছে ‘যোগ্য চিকিৎসা সহায়ক’। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এই ধরনের ব্যবস্থা দেশের মধ্যে এই প্রথম। সে ক্ষেত্রে চিকিৎসকরা না থাকলে যোগ্য চিকিৎসা সহায়ক জরুরি অবস্থায় মুমূর্ষু রোগীদের প্রাথমিক চিকিৎসা শুরু করে দেবেন। যদিও এই নার্সরা কী কী করতে পারবেন বা পারবেন না সে বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও তালিকা তৈরি হয়নি। তবে তাদের কাজ নিয়ে গাইডলাইন তৈরি করা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধান্ত নিয়োগী। তারপরে এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে।