প্রকাশিত হল ২০২০ সালের SSC CHSL Tier II পরীক্ষার ফলাফল। যে প্রার্থীরা SSC Combined Higher Secondary Level (10 + 2) Tier 2 পরীক্ষা দিয়েছিলেন, তাঁরা স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
গত ৯ জানুয়ারি হয়েছিল কম্বাইনড হায়ার সেকেন্ডারি লেভেলেন দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা। শুক্রবার কমিশনের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে টাইপিং টেস্ট/DEST-র জন্য উত্তীর্ণ হয়েছেন ২৮,১৩৩ জন।
কীভাবে ২০২০ সালের SSC CHSL Tier II পরীক্ষার ফলাফল দেখবেন?
১) স্টাফ সিলেকশন কমিশনের (এসএসসি) অফিসিয়াল ওয়েবসাইট -তে যান।
২) সেখানে হোম পেজে ‘Result’ ট্যাবে ক্লিক করুন।
৩) সেখানে ‘CHSL’ বেছে নিন।
৪) তারপর ‘Combined Higher Secondary (10+2) Level Examination (CHSLE), 2020 (Tier-II): List-I: Candidates in Roll No. order qualified for Typing Test for the post of LDC/JSA & PA/SA’ বা ‘Combined Higher Secondary (10+2) Level Examination (CHSLE), 2020 (Tier-II): List-II: Candidates in Roll No. order qualified for DEST for the post of DEO’ লিঙ্কে ক্লিক করুন।
৫) যে প্রার্থীরা টাইপিং টেস্ট/DEST-র জন্য উত্তীর্ণ হয়েছেন, তাঁদের রোল নম্বর দেওয়া আছে।
৬) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
Combined Higher Secondary (10+2) Level Examination (CHSLE), 2020 (Tier-II): List-I: Candidates in Roll No. order qualified for Typing Test for the post of LDC/JSA & PA/SA
Combined Higher Secondary (10+2) Level Examination (CHSLE), 2020 (Tier-II): List-II: Candidates in Roll No. order qualified for DEST for the post of DEO
কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জুন কমিশনের ওয়েবসাইটে উত্তীর্ণ প্রার্থীদের নম্বর প্রকাশ করা হবে। যা আগামী ১০ জুন পর্যন্ত দেখা যাবে। প্রার্থীরা নিজেদের প্রয়োজনীয় তথ্য দিয়ে নিজেদের নম্বর দেখতে পারবেন।