স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) বুধবার, ২৭ অক্টোবর সম্মিলিত উচ্চ মাধ্যমিক স্তর (CHSL) পরীক্ষার ২০২০ টিয়ার-১-এর ফলাফল ঘোষণা করেছে। CHSL টিয়ার-১ পরীক্ষা ১২ এপ্রিল থেকে ১৯ এপ্রিল এবং ৪ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে বিভিন্ন কেন্দ্রে অনলাইন মোডে অনুষ্ঠিত হয়েছিল। ফল দেখতে ক্লিক করুন ।
CHSL ২০২০ টিয়ার-২ পরীক্ষা ২০২২ সালের ৯ জানুয়ারি হতে পারে। টিয়ার ২ পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের অ্যাডমিট কার্ড যথাসময়ে এসএসসির আঞ্চলিক ওয়েবসাইটে আপলোড করা হবে। যেই প্রার্থীরা তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না, তারা অবিলম্বে সংশ্লিষ্ট আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে পারবেন। অ্যাডমিট কার্ড ডাউনলোড নিশ্চিত করার দায়িত্ব শুধুমাত্র প্রার্থীদের।
SSC CHSL টিয়ার ১ ফলাফল: কীভাবে দেখবেন
১) SSC-র অফিসিয়াল ওয়েবসাইটে যান
২) ফলাফল পৃষ্ঠায় যান
৩) CHSL ফলাফলের জন্য লিঙ্কে ক্লিক করুন
৪) ফলাফল সম্বলিত একটি পিডিএফ পৃষ্ঠা দেখতে পারবেন।