দীর্ঘদিন ধরেই ফলাফলের অপেক্ষা করছিলেন পড়ুয়ারা। সোমবার একেবারে অপ্রত্যাশিতভাবে প্রার্থীদের ইমেলে স্কোরকার্ড পাঠিয়ে সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট-স্নাতক) ফলাফল জানাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। পরে এনটিএয়ের অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in-তেও ফলাফল প্রকাশ করা হয়েছে।
প্রতীক গাড়োডিযা নামে এক প্রার্থী বলেন, ‘কয়েক সপ্তাহ ধরে ফলাফলের জন্য অপেক্ষা করার পর এনটিএয়ের অফিসিয়াল আইডি থেকে একটি ইমেল দেখে অবাক হয়ে যাই। NEET (UG)-2021 Score Card-Application No সাবজেক্ট-সহ সেই ইমেল পাঠানো হয়। এটা কেউ মজা করছে কিনা, তা দেখার জন্য আমি সঙ্গে সঙ্গে বন্ধুদের জিজ্ঞাসা করি। কিছুক্ষণ পর আমাদের অনেকেই এরকম ইমেল পেতে থাকি।’
শুধু প্রতীক নন, ব্যক্তিগতভাবে অনেকেই নিটের স্কোরকার্ড পেয়েছেন বলে জানিয়েছেন। পরে নিটের অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in-তেও ফলাফল প্রকাশিত হয়েছে। কীভাবে সেখান থেকে নিজের রেজাল্ট দেখবেন, তা জেনে নিন -
১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) অফিসিয়াল ওয়েবসাইট ntaneet.nic.in-তে যান।
২) NEET 2021 result-এর লিঙ্কে ক্লিক করুন।
৩) নিজের রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশন নম্বর বা রোল নম্বর দিন।
৪) নিজের জন্মতারিখ দিন।
৫) সাবমিট করুন।
৬) স্ক্রিনে আপনার রেজাল্ট দেখাবে।
৭) তা ডাউনলোড করে ভবিষ্যতের জন্য রেখে দিন।
সর্বভারতীয় অভিন্ন মেডিকেল প্রবেশিকা পরীক্ষার (নিট-স্নাতক বা NEET UG 2021) রেজাল্ট দেখতে ক্লিক করুন – ।