এবার দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল করল দা ইন্ডিয়ান সার্টিফিকেট সেকেন্ডারি এডুকেশন (সিআইএসসিই)। সংবাদসংস্থা পিটিআইকে বোর্ডের সচিব জেরি অ্যারাথুন জানিয়েছেন, বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে।মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের পরই সিবিএসইয়ের তরফে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিলের ঘোষণা করা হয়। তারপর যে আইএসসি দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল হতে চলেছে, তা কার্যত স্পষ্ট হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত কেন্দ্রীয় বোর্ডের ঘোষণার ঘণ্টাখানেক পরে সিআইএসসিই সচিব জানিয়ে দেন, বাতিল করে দেওয়া হচ্ছে দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা। দীর্ঘদিন ধরেই একটি অংশের তরফে বোর্ড পরীক্ষা বাতিলের দাবি তোলা হচ্ছিল। তবে প্রাথমিকভাবে দ্বাদশ শ্রেণির পরীক্ষা নেওয়ার পক্ষেই ছিল কেন্দ্র। সূত্রের তরফে দাবি করা হয়েছিল, অধিকাংশ রাজ্যও পরীক্ষা বাতিলের পক্ষে ছিল না। বরং পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিকের ধাঁচে ছোটোভাবে পরীক্ষা নেওয়ার পক্ষে ছিল অধিকাংশ রাজ্য।তবে সিআইএসসিই যে পরীক্ষা বাতিলের পথে হাঁটতে চলেছে, তা গত কয়েকদিনের পদক্ষেপেই আভাস মিলেছিল। স্কুলগুলিকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের একাদশ শ্রেণির পরীক্ষা (২০১৯-২০) এবং চলতি শিক্ষাবর্ষের (২০২০-২১) গড় নম্বর জমা দিতে নির্দেশ দেয় সিআইএসসিই। বোর্ডের সচিব ‘অত্যন্ত গোপনীয়’ চিঠি দিয়ে জানান, আগামী ৭ জুনের মধ্যে সেই কাজ করতে হবে। তবে সেটাই কি পরীক্ষা বাতিলের আভাস কিনা, সে বিষয়ে সিআইএসসিইয়ের তরফে তখন কোনও মন্তব্য করা হয়নি। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করা হচ্ছিল। সেই সিদ্ধান্তের পরই আর কোনওরকম বিলম্ব না করে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।