ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের তরফে ঘোষণা করা হল ইনফোসিস পুরস্কার ২০২৩। চলতি বছর ছয়টি বিষয়ে এই পুরস্কার তুলে দেওয়া হল বিজেতাদের হাতে। ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ, লাইফ সায়েন্স, ম্যাথেমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।
(আরও পড়ুন: নিয়ম তো থাকবে, মানবিকতাও থাকুক! শিক্ষিকাদের বদলির রায় বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির)
চলতি বছরে ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগে এই পুরস্কার পেলেন আইআইটি কানপুরের অধ্যাপক সচ্চিদানন্দ ত্রিপাঠি। সাসটেনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছেন তিনি। সায়েন্স গ্যালারি বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা জাহ্ণবী ফালকে হিউম্য়ানিটিজ বিভাগে এই পুরস্কার পেলেন। লাইফ সায়েন্স বিভাগে এই পুরস্কার জিতে নিয়েছেন আইআইটি কানপুরের অধ্যাপক অরুণ শুক্লা। জি প্রোটিন কাপল রিসেপটর নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হল তাঁকে। অন্যদিকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভার্গব ভাট অঙ্ক বিভাগের পুরস্কার পেলেন। ফিজিক্যাল সায়েন্সে এই পুরস্কার বিজেতা বায়োকেমিস্ট্রির অধ্যাপক মুকুন্দ ঠাট্টাই। অন্যদিকে সোশ্যাল সায়েন্সে এই পুরস্কার পেলেন কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের করুণা মানটেনা।
(আরও পড়ুন: সিওপিডি কেন ভয়ঙ্কর হচ্ছে দিন দিন? কেন রোগটি নিয়ে এত সতর্কবার্তা WHO-র)