Indian Railways Recruitment 2021: রেলে চাকরির আবেদনের জন্য আর মাত্র কয়েকদিন বাকি! জানুন বিশদে
1 মিনিটে পড়ুন Updated: 20 Dec 2021, 01:03 PM IST-
শূন্যপদের বিবরণ
মোট ২১ টি পদে নিয়োগ করা হবে। ৫/৪ লেভেলে শূন্যপদের সংখ্যা তিন। ৩/২ লেভেলে ১৮ জনকে নিয়োগ করা হবে।
বয়সসীমা
সর্বনিম্ন বয়স ১৮। সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২২ সালের ১ জানুয়ারির নিরিখে বয়সসীমা নির্ধারণ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা
১) ৫/৪ লেভেল: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক হতে হবে।
২) ৩/২ লেভেল: যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি বা সমতুল্য পরীক্ষা বা মাধ্যমিকের পর নির্দিষ্ট বিভাগে NCVT/SCVT-এর জারি করা National Trade Certificate থাকতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
ট্রায়ালের মাধ্যমে নিয়োগ হবে। ট্রায়ালের পর যোগ্য প্রার্থীরা নিয়োগের পরবর্তী পর্যায়ের ছাড়পত্র পাবেন। ট্রায়ালে ৪০-এর মধ্যে কমপক্ষে ২৫ নম্বর পেতে হবে।