ছোটখাটো হোমওয়ার্ক করতে বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছেন অনেকেই। সম্প্রতি আইআইএম একটি প্রোজেক্ট করতে গিয়েও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিলেন এক পড়ুয়া। লিঙ্কডইন সমাজমাধ্যমে ওই পড়ুয়া সম্প্রতি একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন, চ্যাটজিপিটি তাঁর হোমওয়ার্ক করে দিয়েছে। সম্প্রতি তিনি একটি মার্কেটিং প্রোজেক্ট করছিলেন। সেই প্রোজেক্টের জন্যই এআইয়ের সাহায্য নেন তিনি। তাঁর কথায় প্রোজেক্টটি বেশ ভালো হয়েছে বলে জানিয়েছেন তাঁর অধ্যাপক। এ+ গ্রেডও পেয়েছেন ওই প্রোজেক্টের নিরিখে।
আরও পড়ুন - ২১০ বিঘা জমি, নগদ, পেট্রোল পাম্প! মাইকে ঘোষণা করে যৌতুক দিল কনের পরিবার, ভাইরাল ভিডিয়ো দেখে থ নেটপাড়া
দেখুন ভাইরাল পোস্ট

যুগান্তর গুপ্ত নামে ওই পড়ুয়া লিঙ্কডইনে লেখেন আইআইএম-এ এমবিএ করার অর্থ প্রচুর প্রোজেক্ট, অ্যাসাইনমেন্ট আর রিপোর্ট তৈরি করা। এগুলো তৈরি করতেই সম্প্রতি তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেন। কৃত্রিম বুদ্ধিমত্তা তাঁকে পুরো প্রোজেক্টটিই তৈরি করে দেয়। আর সেই প্রোজেক্ট দেখে বেশ খুশি তার অধ্যাপকও। তবে নেটিজেনরা ঘটনাটি দেখার পর রীতিমতো দ্বিধাবিভক্ত। কারও কারও মতে এটা অন্যায়। কেউ কেউ আবার প্রযুক্তির সুবিধা বলে বিষয়টিকে সমর্থন করছেন।