সোমবারের তুলনায় মঙ্গলবার কলকাতার বাজারে কিছু কম হল সোনার দাম। এ দিন সকালে পাকা সোনার (২৪ ক্যারাট) দাম প্রতি ১০ গ্রামে যাচ্ছে ৪১,৪২০ টাকা, গতকাল যা ছিল ৪১,৬০৫ টাকা।
গয়নার সোনার (২২ ক্যারাট) এ দিন কলকাতায় যাচ্ছে ৩৯,৩০০ প্রতি ১০ গ্রাম, যা গতকাল ছিল ৩৯,৪৭৫ টাকা। পাশাপাশি, হলমার্ক সোনার গয়নার দাম এ দিন শহরে প্রতি ১০ গ্রাম পড়ছে ৩৯,৮৯০ টাকা, যা গতকালের বাজারে গিয়েছে ৪০,০৭০ টাকা।
আরও পড়ুন: অগ্নিপরীক্ষার ম্যাচে জ্বলল মশাল, লিগে ৬ নম্বরে উঠল ইস্টবেঙ্গল
সোনার সঙ্গে সঙ্গে দাম পড়েছে রুপোরও। এ দিন কলকাতায় রুপোর বাট প্রতি কেজির দাম যাচ্ছে ৪৬,৪৫০ টাকা, যা গতকাল ছিল ৪৬,৫০০ টাকা। খুচরো রুপোর দাম এ দিন প্রতি কেজিতে পড়ছে ৪৬,৫৫০ টাকা, যা গতকাল গিয়েছে ৪৬,৬০০ টাকা কেজিপ্রতি।
আরও পড়ুন: অতিথি শিক্ষকদের বর্ধিত হারে ভাতা চালু করার কাজ শুরু করছে রাজ্য
একনজরে দেখে নেওয়া যাক মঙ্গলবার কলকাতায় সোনা ও রুপোর দাম:
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম) – ৪১,৪২০ টাকা।