Mitali Bag: হারতে হারতে জিতেছেন, কেঁদে ফেললেন আরামবাগের মিতালি
1 মিনিটে পড়ুন Updated: 06 Jun 2024, 07:07 PM ISTঅনেকেই ধরে নিয়েছিলেন আরামবাগে তৃণমূল হারবেই। কিন্তু সেখানেও হেরে গেল বিজেপি।

কার্যত হারতে হারতে জিতে গিয়েছে আসনটি। আরামবাগ আসনে ৬ হাজার ৩৯৯ ভোটে জিতে গিয়েছেন। এদিকে তৃণমূলের একাংশও এই আসনটি কার্যত হারের খাতায় লিখে রেখেছিলেন। গতবারে এই আসন মাত্র ১১৪২ ভোটে হাতছাড়া হয়েছিল বিজেপির। এবার এই আসনকে ছিনিয়ে নিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি। অন্যদিকে তৃণমূলের দ্বন্দ্বের কাঁটাও ছিল পুরোদমে। কিন্তু শেষ হাসি হাসল ঘাসফুলই।
আর জেতার পরে কেঁদে ফেললেন তৃণমূলের বিজয়ী প্রার্থী মিতালি বাগ। আসলে এই কান্না জয়ের কান্না। আনন্দে, আবেগে কেঁদে ফেলেন তিনি। চোখে জল। এই কান্না আনন্দের।
আসলে এই আসনটিতে জেতা যাবে না এটা একরকম ধরেই নিয়েছিল তৃণমূল। তার উপর আরামবাগ তৃণমূলের অন্দরে নানা রকমে দ্বন্দ্বের মেঘ ঘনাচ্ছিল। এদিকে এবার প্রার্থী পদ পাননি অপরূপা পোদ্দার। তাঁর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল তৃণমূলের একাংশ।
মিতালি জিতেছেন ৬ হাজার ৩৯৯ ভোটে। কেঁদে ফেলেন মিতালি। তিনি বলেন, মমতা বন্দ্য়োপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার মতো তৃণমূল স্তরের কর্মীকে যে সুযোগ করে দিয়েছেন তার জন্য় আমি কৃতজ্ঞ। মুখ্য়মন্ত্রীর উপর মানুষের ভালোবাসাই আমার জয় এনে দিয়েছে।
এদিকে গতবার কোনওরকমে জিতেছিল তৃণমূল। এনিয়ে নানা সন্দেহ ছিল বিজেপির অন্দরে। তবে এবার সেই অপরূপা টিকিট পাননি। তবে এবারও তৃণমূলের এই ফলাফলকে মানতে পারছেন না বিজেপি নেতৃত্ব। তারা ফের গণনার দাবি করেছেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports