এই বছর মাধ্যমিক পরীক্ষা শেষের ৭৬ দিনের মাথায় প্রকাশিত হয়েছে ফলাফল। রাজ্য সরকার এবং মাধ্যমিকে যুক্ত সমস্ত দফতরের কর্মীদের অক্লান্ত পরিশ্রমের জন্য আজ, শুক্রবার কৃতজ্ঞতা জানিয়ে মাধ্যমিকের ফলাফল ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ বন্দ্যোপাধ্যায়। এই বছরের পাশের হার ৮৬.১৫ শতাংশ। এই বছর জেলার জয়জয়কার হয়েছে। আর হতাশ করেছে কলকাতা। তবে ২০২৪ সালে কলকাতা আরও ভাল করবে বলে আশাবাদী শিক্ষক–শিক্ষিকারা। আর সকল পরীক্ষার্থী যারা সফল হয়েছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা কবে হবে? মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, পরের বছর অর্থাৎ ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি। আর পরীক্ষা এগিয়ে এল। তবে মাধ্যমিক পরীক্ষা শেষ হবে ১২ ফেব্রুয়ারি ২০২৪। এই পরিস্থিতিতে এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করতে হবে। কারণ ইতিমধ্যেই মে মাস পেরিয়ে যেতে চলেছে এই বছরের। সেক্ষেত্রে হাতে সময় বলতে আট মাস। তাই এখন থেকেই পড়ুয়াদের ক্রমাগত অনুশীলন করে যেতে হবে। এখন গরমের ছুটি চলছে। তবে স্কুল খুললেই চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। এদিকে এবারের পাশের হার ৮৬.১৫ শতাংশ। যা গতবারের তুলনায় কমেছে। ২০২২ সালে পাশের হার ছিল ৮৬.৬০ শতাংশ। পাশের হারের নিরিখে এবার প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা এবং চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর রয়েছে। পাশাপাশি মেধাতালিকার প্রথম দশজনের মধ্যে জায়গা করে নিতে পারেনি কলকাতা। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তবে ফলাফল ভাল হয়েছে। শুধু র্যাঙ্ক নেই। তথ্য পরিসংখ্যান বলছে, ১৬টা জেলা থেকে প্রথম দশজনে ১১৮ জন আছে। সবচেয়ে বেশি র্যাঙ্ক করেছে মালদা জেলায়। কলকাতা থেকে কেউ নেই। পূর্ব মেদিনীপুর থেকে ১১ জন আছে।অন্যদিকে মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।’ এই বছরের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে দেবদত্তা মাঝি। কাটোয়া দুর্গাদাস চৌধুরী গার্লস স্কুলের ছাত্রী সে। ৭০০ নম্বরে ৬৯৭ (৯৯.৫৭ শতাংশ) পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন। বর্ধমানের শুভম পাল এবং মালদার রিফাত হাসান সরকার। তাঁদের প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় স্থানে রয়েছে ছ’জন। যুগ্ম চতুর্থ হয়েছেন সমাদৃতা সেন এবং অনীশ বাড়ুই। পঞ্চম স্থানে রয়েছেন শুভজিৎ দে এবং অরিজিৎ মণ্ডল।