এবার দল ও প্রশাসনে সমন্বয়ের প্রয়োজন আছে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। এই সমন্বয় কারা করবেন? উঠছে প্রশ্ন। কারণ এই সমন্বয় করার ক্ষেত্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সির নাম উঠে আসছে। এই তিনটি নাম ছাড়াও আরও কয়েকটি নাম উঠে আসছে বলে সূত্রের খবর। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা আইপ্যাকের কাজ নির্দিষ্ট করার কথাও ভাবা হয়েছে। সেটা হচ্ছে—আইপ্যাক এবার থেকে এই তিন জনের কাছে নানা প্রস্তাব দেবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলীয় স্তরে। সেটা জানিয়েও দেওয়া হয়েছে পরামর্শদাতা সংস্থাকে।
এবার দলের সংগঠনে এবং প্রশাসনে রদবদল হওয়ার কথা শোনা যাচ্ছে। সেটা বলেছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে কথা হয়েছে পরামর্শদাতা সংস্থার সঙ্গেও। সেখানেই দল এবং প্রশাসনের মধ্যে সমন্বয়ের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর ওই তিনজনকে নির্দিষ্ট করে সমন্বয় করার বিষয়ে ভাবা হয়েছে। নামপ্রকাশে অনিচ্ছুক এক রাজ্য নেতা বলেন, ‘সমন্বয় আগেও ছিল। এখনও আছে। সেটা নিয়মিত করার চেষ্টা নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ। আর সমস্ত ক্ষমতা চেয়ারপার্সনের উপরে রয়েছে। তাই সিদ্ধান্ত কাযর্কর করার জন্য প্রয়োজনীয় সমন্বয় করার ক্ষেত্রে নিশ্চয়ই জরুরি।’
আরও পড়ুন: ‘স্যালাইন কাণ্ডে যুক্তদের শাস্তি হবেই’, ফলতা থেকে কড়া বার্তা দিলেন সাংসদ অভিষেক
এদিকে ফেরুয়ারি মাসে রাজ্য বাজেট। তারপর ২০২৬ সালে বাংলার বিধানসভা নির্বাচন। সেক্ষেত্রে দলের ভোট কৌশল তৈরি করে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাজেটে থাকবে একাধিক নয়া ভাবনা। যেটাকে কাজে লাগিয়ে প্রচার করা হবে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজয় সরকারের চালু প্রকল্পগুলি নিয়ে মতামত এবং তথ্য বিনিময়ের উপরে জোর দিতে সমন্বয়ের কথা ভাবা হয়েছে। নিয়মিত এই সমন্বয়ের জন্য তিন শীর্ষ স্থানীয় নেতাকে নিয়ে কোনও কমিটি গড়া হবে কিনা সেটা এখনও ঠিক হয়নি। সংগঠন পরিচালনা, রাজনৈতিক কৌশল নির্ধারণ এবং প্রশাসনিক কাজের গতিপ্রকৃতি নিয়ে মত বিনিময় হবে বলে সূত্রের খবর।