রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার ব্যবসায়ী বাকিবুর রহমানের থেকে কোভিড তহবিলে অনুদান গ্রহণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল সাইটে পোস্ট করে এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অভিযোগ সত্যি হলে সারদার পরে রেশন বণ্টন দুর্নীতিতেও পরোক্ষভাবে জড়িয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।
সোশ্যাল সাইটে শুভেন্দুবাবু লিখেছেন, ‘মুখ্যমন্ত্রী কি স্পষ্ট করবেন কোভিড ফান্ডে তিনি রেশন চোর বাকিবুর রহমানের থেকে কোনও চেক গ্রহণ করেছেন কি না? ২০২১ সালে যাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান জল্লাদ দ্বিবেদীর কাছে প্রথম এনেছিলেন আরেক ষড়যন্ত্রকারী খাদ্য সচিব পারভেজ সিদ্দিকি।’
বাকিবুরের সঙ্গে তাঁর যোগাযোগ প্রথমে সম্পূর্ণ অস্বীকার করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যদিও গ্রেফতারির পর দেখা যায় বাকিবুরের সঙ্গে অন্তত ১২ বছরের যোগাযোগ তাঁর। এমনকী বাকিবুর ও বালুর পরিবারের সদস্যরা একইসঙ্গে একই সংস্থার ডিরেক্টর পদে ছিলেন। এছাড়া বাকিবুরের মাধ্যমে রেশন দুর্নীতির কোটি কোটি টাকা জ্যোতিপ্রিয় ও তাঁর পরিবারের কাছে গিয়েছে বলে দাবি ইডির।
এর আগে সারদা দুর্নীতির তদন্ত চলাকালীন বিরোধীদের অভিযোগ ছিল, মহাকরণের সামনে সারদার দেওয়া বেশ কয়েকটি অ্যাম্বুল্যান্সের উদ্বোধন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।