আদালতের বিরুদ্ধে এই অভিযোগ ছিল আগে থেকেই, এবার ‘তারিখ পে তারিখ’ দিতে শুরু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। বললেন, ডিসেম্বরে নয়, আগামী ১৩ জানুয়ারির মধ্যে ধরা পড়বে ধেড়ে ইঁদুর। সোমবার সন্ধ্যায় কলকাতার হাজরা মোড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে বিজেপির প্রতিবাদ সভায় একথা বলেন তিনি।সোমবার শুভেন্দুর সভায় ভিড়ের চাপে হাজরা মোড়ের একাংশে বন্ধ হয়ে যায় যান চলাচল। তারকাখচিত সেই সভায় ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে বিজেপির কলকাতা জেলার প্রায় সব নেতা। সন্ধ্যা ৫টা নাগাদ সেখানে পৌঁছন শুভেন্দুবাবু। ওদিকে শুভেন্দুবাবু মঞ্চে ওঠার আগে থেকেই বিজেপির ‘ডিসেম্বর ধামাকা’র পরিণতি নিয়ে চর্চা শুরু হয় বিভিন্ন মহলে। চলতি মাসের ১২, ১৪ ও ২১ তারিখে বড় কিছু ঘটবে বলে গত সপ্তাহেই জানিয়েছিলেন শুভেন্দু। কিন্তু তেমন কোনও ঘটনা সোমবার ঘটেনি। এর পর শুভেন্দু কী বলেন সেদিনে নজর ছিল সবার।এদিন শুভেন্দুবাবু বলেন, ‘১২ ডিসেম্বরটা ১৩ জানুয়ারি হবে কিন্তু ১৪ ফেব্রুয়ারি হবে না।’ তিনি বলেন, ‘আমি তিনটি তারিখ আপনাদের বলেছিলাম। ১২, ১৪ ও ২১ তারিখ। কেন বলেছিলাম? এই তিনটি তারিখ মানে সরকার পরিবর্তন হবে একথা বলিনি। ৭০ জন নিয়ে আমরা অন্যের বিধায়কদের ভাঙিয়ে সরকার তৈরি করতেহবে এটা আমাদের দল মানে না, আমরা চাইও না। চোরেদের নিয়ে আমরা সরকার গড়ব না।’মমতার সঙ্গে অভিষেকের মেঘালয় সফরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘বাবুসোনা লেজ গুটিয়ে পালিয়েছে।’ তাঁর কটাক্ষ, ‘বাবুসোনা একাই এক হাজার কোটি টাকা খেয়ে নিয়েছেন। আজ কিন্তু তার আদালতে হওয়ার কথা ছিল। তা পিছিয়ে গেল। তাই গুরুত্বপূর্ণ দিনটা ১৩ জানুয়ারি হয়েছে।’