একই সন্ধ্যায় ২ নবনির্বাচিত কাউন্সিলর খুনে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পুরবোর্ড দখল করতেই খুন করা হয়েছে ঝালদার কংগ্রেসি কাউন্সিলর তপন কান্দুকে। তবে পানিহাটির তৃণমূল কাউন্সিলর খুন নিয়ে এদিন বেশি কিছু বলেননি তিনি। ২টি খুনেরই সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন শুভেন্দুবাবু।এদিন বিধানসভা চত্বরে বসে তিনি বলেন, ‘এই রাজ্যে আইনশৃঙ্খলা বলে কিছু নেই। আর ঝালদার ঘটনায় তো আইসি নিজে অভিযুক্ত। মৃত কাউন্সিলরের ভাইপোর যে অডিয়ো রেকর্ডিং প্রকাশ্যে এসেছে তাতে এটা প্রমাণিত। এর পর আর প্রমাণের কী দরকার’?ঝালদার আইসির প্রকাশ্যে আসা কথোপকথনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আইসি বলছে, তাড়াতাড়ি থানায় আয়। পুরনো থানায় দেখা করবি। কী ভাবলি? কী করলি? এতো পরিষ্কার যে ঝালদার আইসিই ষড়যন্ত্র করে সুপারি কিলার দিয়ে খুন করেছেন’।এর পরই সরাসরি তৃণমূল নেতৃত্বকে আক্রমণ করেন শুভেন্দু। বলেন, ‘লক্ষ্য হল বোর্ড গঠন। ১০৪ পাওয়ার পরেও শান্তি হয়নি। ১০৮-ই করতে হবে। এ উদগ্র ক্ষুধা। এত খিদে হলে তো আলসার হয়ে যাবে’।জবাবে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘আমাদের দল কাউকে অপরাধ করতে বলে না। অপরাধ সহ্য করে না। আমার মুখ্যমন্ত্রী নিরপেক্ষ। কেউ অপরাধ করে থাকলে তার শাস্তি হবেই।’