
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
গত কয়েক দিন ধরেই 'দিলীপ ঘোষের বিয়ে' নিয়ে অনেক আলোচনা চলছে। কিন্তু একটি বিষয় নজর করেছেন কি? গোধূলী লগ্নে বা কিংবা সূর্যাস্তের পর বিয়ের আচার দেখতে অভ্য়স্ত বাঙালি হিন্দুদের হঠাৎ করে দিনে দুপুরে কেন দিলীপ ঘোষের বিয়ে দেখতে হল? এই প্রশ্ন হয়তো কারও কারও মনে উদয় হয়েও থাকতে পারে। কিন্তু, কারণটা স্পষ্ট হল এত দিনে! সংবাদমাধ্যমকে দিলীপ নিজেই তাঁর দিনে দুপুরে বিয়ের কারণ ব্যাখ্যা করেছেন।
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে - আরএসএস-এর ভাবাদর্শে চলা দিলীপ ঘোষ জানিয়েছেন, একটা সময় ভারতের সমস্ত হিন্দুরাই দিনের বেলায় বিয়ে করতেন। বিয়ের মূল অনুষ্ঠান থেকে শুরু করে ভোজের আসর - সবই সারা হত সূর্য আকাশে থাকতে থাকতে।
কিন্তু, পরবর্তীতে ভারতে মুঘল-সহ বিভিন্ন বহিরাগত জাতির আক্রমণ শুরু হয়। তাই লুকিয়ে বিয়ে করা শুরু করেন ভারতীয় হিন্দুরা। আর সেই কারণেই একটা সময় পর ভারতের একটা বড় অংশে হিন্দু বিবাহ প্রথা চালু হয় রাতের বেলা। যদিও আজও দক্ষিণ ভারতে এবং সেখানকার বিভিন্ন মন্দিরে হিন্দুরা দিনের বেলাতেই বিয়ে করেন।
দিলীপ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি আরএসএস-এর আদর্শ পাথেয় করে এত দিন জীবন চালিয়েছেন। আজও তিনি সেই আদর্শে বিশ্বাসী। দিলীপ আরএসএস-এ যোগ দিয়েছিলেন কিশোর বয়সে। পরবর্তীতে সংঘের প্রচারক হিসাবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তারও পর যখন রাজনীতিতে প্রবেশ করেছেন, বিজেপির টিকিটে ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন, তখনও সংঘের আদর্শ মেনে চলেছেন তিনি।
কিন্তু, এখন আর তিনি সংঘের প্রচারক নন। সংঘ নিজেই তাঁকে সেই দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। যদিও এখনও আরএসএস-এর নিউ টাউনের কার্যালয়ে তিনি যে মাঝেমধ্যে যান, দিলীপ ঘোষ নিজেই সেকথা জানিয়েছেন সংবাদমাধ্যমকে।
এহেন প্রেক্ষাপটে, আগাগোড়া কাঠখোট্টা ভাবমূর্তির এবং চাঁচাছোলা ভাষায় রাজনৈতিক আক্রমণে অভ্যস্থ দিলীপ ঘোষ যখন ৬০ বছর বয়সে এসে বিবাহবিচ্ছিন্না, এক সন্তানের জননী, এক মহিলাকে দিনে দুপুররে বিয়ে করলেন, তখন বহু বাঙালি হিন্দুরই তা হজম করতে যে বেশ অসুবিধা হয়েছে, তা সমাজমাধ্যমে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যায়।
এমনকী, দিলীপের বিয়ে নিয়ে সমালোচনা করতে গিয়ে অনেকেই শালীনতার মাত্রা পর্যন্ত ছাড়িয়ে গিয়েছেন! দিলীপ ঘোষ অবশ্য সেসবে পাত্তা দিতে নারাজ। তাঁর বক্তব্য, 'এখন সঙ্ঘ একটা নতুন প্রয়োগ শুরু করেছে। নাম দেওয়া হয়েছে কুটুম্ব প্রবধন। হিন্দু পরিবারের সংস্কার ফিরিয়ে আনার জন্য নতুন যোজনা চলছে।... হিন্দু সমাজ আগে রাতে বিয়ে করত না। গোটা দেশেই তারা দিনের বেলা বিয়ে করত।... সেই কারণেই আমার ইচ্ছা ছিল, সঙ্ঘের এই আদর্শ প্রতিফলিত করার। আমি তো আগে বিয়ে করতে পারিনি। তাই বিয়ে যখন করলাম, তখন সেই রীতি মেনেই বিয়ে করলাম।... এখানে আমি সঙ্ঘের আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। আমি আমার জীবন দিয়ে একটা উদাহরণ তৈরি করেছি, যাতে মানুষ এটা অনুসরণ করতে পারে।'
সংবাদমাধ্যমে এই বিষয়ে কথা বলার সময় রাত জেগে বিয়ে, বিয়ের অনুষ্ঠানে মদ্যপানের আসর - এসব নিয়েও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তাঁর কথায়, 'বিবাহ একটি বড় সংস্কার। এর উপর পুরো সমাজ, পরিবার, ভবিষ্যৎ প্রজন্ম দাঁড়িয়ে আছে। আমি মনে করি, হিন্দু সংস্কার ফিরিয়ে আনার জন্য সকলের সহযোগিতা করা উচিত। অত রাত না জেগে, মাতলামি, নাচ-গান না করে বিয়ে করুন এই নিয়মে। বিয়ে শুরু করুন দিনের বেলায়। খাওয়া-দাওয়া আনন্দ অবশ্যই করুন রাতে। কিন্তু হিন্দু সংস্কার যেন দূষিত না করা হয়। সেই জন্য নিজেদের জীবনে এটা করে দেখাতে হবে।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports