দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয় রবীন্দ্র সরোবরকে। সেই রবীন্দ্র সরোবরে এখন দূষণ বাড়ছে বলে অভিযোগ। ফলে সেখানে জলে এবং স্থলে থাকা প্রাণীরা মারা যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এমনকী সবুজের উপর ভয়ানক ক্ষতি হচ্ছে বলে পরিবেশকর্মীদের দাবি। অথচ জাতীয় তকমা রয়েছে রবীন্দ্র সরোবরের। কিন্তু এই রবীন্দ্র সরোবরের লেকে উন্নয়নের ক্ষেত্রে কোনও কর্মকাণ্ড দেখা যাচ্ছে না বলে অভিযোগ। বরং রবীন্দ্র সরোবরকে আরও ক্ষতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে দাবি করছেন পরিবেশকর্মীদের একাংশ। এই আবহের যদি দ্রুত পরিবর্তন না ঘটে তাহলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পরিবেশকর্মীরা।
এমন ঘটনা প্রকাশ্যে আসায় রবীন্দ্র সরোবরের অন্দরে এখন পরিবেশ সরগরম হয়ে উঠেছে। রবীন্দ্র সরোবর এখন অবহেলিত বলে দাবি তুলে ‘চার্জশিট’ প্রকাশ করা হয়েছে। এই অভিযোগ তুলে ‘চার্জশিট’ প্রকাশ্যে এসেছে পরিবেশ রক্ষায় তৈরি হওয়া সংগঠন ‘সবুজ মঞ্চ’। এই সংগঠনের সদস্যদের বক্তব্য, দক্ষিণ কলকাতার ফুসফুস এই রবীন্দ্র সরোবরে গত কয়েক মাস ধরে যে সব কাজ চলছে, তাতে রবীন্দ্র সরোবরের আরও ক্ষতি হচ্ছে। অবিলম্বে এই বিষয়ে পদক্ষেপ না করা হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন। এমন হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, জল, বাতাস, শব্দ এবং আলোর যে দূষণ হচ্ছে তা নিয়ন্ত্রণের কোনও উদ্যোগ চোখে পড়ছে না। বৃক্ষরোপণের কর্মসূচি দেখা যায় না। দূষণ মাপার কোনও যন্ত্র অথবা বোর্ড এখানে রাখা হয়নি।
আরও পড়ুন: বাংলাদেশে ফেরার পথে বসিরহাটে গ্রেফতার অনুপ্রবেশকারী, ছদ্মবেশে এপারে বহুদিন