বৃহস্পতিবার বিকাশ ভবনে আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে আগেই একাধিক ধারায় মামলা করেছিল পুলিশ। এবার তাদের মধ্যে ৫ শিক্ষককে ডেকে পাঠাল তারা। সোমবার ও মঙ্গলবার ৫ জন শিক্ষককে বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলা হয়েছে। আন্দোলনকারী শিক্ষকদের তরফে জানানো হয়েছে, ওই ৫ শিক্ষকের সঙ্গে থানায় যাবেন বাকি আন্দোলনকারীরাও।জানা গিয়েছে, বৃহস্পতিবারের ঘটনায় শিক্ষকদের একাংশের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট ও সরকারি কর্মচারীকে কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ৫ জন শিক্ষককে সোম ও মঙ্গলবার বিধাননগর উত্তর থানায় হাজিরা দিতে বলেছে পুলিশ। বেলা ১১টার মধ্যে সশরীরে থানায় হাজিরা না দিলে গ্রেফতারির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।পুলিশের তলব নিয়ে আন্দোলনকারীদের নেতা চিন্ময় মণ্ডল বলেন, ‘আমাদের ৫ সহযোদ্ধাকে পুলিশ ডেকেছে। ওরা তো আলাদা কেউ না। সমস্ত সিদ্ধান্ত সর্বমতের ভিত্তিতে নেওয়া হয়েছিল। তাই আমরাও ওদের সঙ্গে থানায় যাব। আমরা পুলিশের কাছে জানতে চাই সেদিন কোন সন্ত্রাসবাদী হামলা হয়েছিল যে মামলা করতে হল?’তিনি আরও বলেন, ‘আমাদের চাকরি খেয়ে নিল, আমাদের পুলিশ দিয়ে পেটাল, এখন আমাদের বিরুদ্ধেই মামলা করছে। জবাব নেই এই সরকারের।’বলে রাখি, গত বৃহস্পতিবার চাকরিহারা যোগ্য শিক্ষকদের বিকাশ ভবন অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় করুণাময়ী চত্বর। গেট ভেঙে বিকাশ ভবনের মধ্যে ঢুকে পড়েন আন্দোলনকারী শিক্ষকরা। বিকাশ ভবন ঘিরে বসে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের হঠাতে বেপরোয়া লাঠি চালাতে শুরু করে পুলিশ। তাতে বহু শিক্ষক আহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ঘটনায় ১৯ জন পুলিশকর্মী আহত হয়েছেন।