২০২৪-২৫ অর্থবর্ষের শেষে কত যাত্রী সংখ্য়া বহন করেছে কলকাতা মেট্রো তারই হিসেব নিকেশ দিল।
মেট্রোর প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ আর্থিক বছরে কলকাতা মেট্রো সব মিলিয়ে ২১.৮১ কোটি যাত্রী বহন করেছে। মেট্রো কর্তৃপক্ষের দাবি ২০২৩-২৪ আর্থিক বছরের তুলনায় এই সংখ্য়াটা বেশি। গত আর্থিক বছরে মেট্রোতে সব মিলিয়ে ১৯.২৫ কোটি যাত্রী বহন করা হয়েছিল। অর্থাৎ এবার ১৩.৩০ শতাংশ যাত্রী বেশি চেপেছেন মেট্রোতে। প্রসঙ্গত বর্তমানে কলকাতা মেট্রো ব্লু লাইন, গ্রিন লাইন, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে চলাচল করে।
কোন লাইনে কত যাত্রী চেপেছেন তার হিসেব দেখে নিন।
ব্লু লাইনে কত যাত্রী চাপলেন?
মেট্রো জানিয়েছে
ব্লু লাইনে( দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত) মেট্রোতে ১৮.৯৩ কোটি যাত্রী চেপেছিলেন ২০২৪-২৫ আর্থিক বছরে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই সংখ্য়াটি ছিল ১৭.৯৪ কোটি। অর্থাৎ ৫.৫১ শতাংশ বেশি।
গ্রিন লাইন ২
গ্রিন লাইন ২ ( হাওড়া ময়দান থেকে এসপ্লানেড) ২০২৪-২৫ আর্থিক বছরে ১.৩৯ কোটি যাত্রী বহন করেছে। গত বছর মার্চ মাস থেকে এই রুটে গঙ্গার নীচে দিয়ে মেট্রো চলাচল শুরু হয়েছিল।
গ্রিন লাইন ১
শিয়ালদা থেকে
সল্টলেক সেক্টর ৫। এই রুটে ২০২৪-২৫ আর্থিক বছরে ১.৪১ কোটি যাত্রী বহন করেছে। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.২২ কোটি যাত্রী বহন করা হয়েছিল। এবার ১৫.৫৭ শতাংশ বেশি হয়েছে।
পার্পল লাইন
এই লাইনে জোকা থেকে মাঝেরহাট রুটে ১.৭৬লাখ যাত্রী চড়েছেন। ২০২৩-২৪ আর্থিক বছরে এই রুটে ১.৩৪ লাখ যাত্রী বহন করা হয়েছিল। এবার বেড়েছে ৩১.৩৪ শতাংশ।
অরেঞ্জ লাইন
অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্য়ায়। এই রুটে ৫. ৯২ লাখ যাত্রী চড়েছেন গত আর্থিক বছরে।
গোটা কলকাতা শহরে কার্যত জালের মত যোগাযোগ তৈরি করছে কলকাতা মেট্রো। যোগাযোগ বাড়ছে। বাস ছেড়ে মেট্রোতে চড়ছেন সাধারণ যাত্রীরা। যাত্রী সংখ্য়া ক্রমশ বাড়ছে। রুটও বাড়ছে মেট্রোতে। আর মেট্রোর যাত্রী সংখ্যা বৃদ্ধির অর্থ আপাতভাবে মেট্রোয় আয়ও এর মাধ্য়মে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। তৈরি হয়েছে এয়ারপোর্ট মেট্রো স্টেশন। সেই স্টেশনকে উৎসাহ একেবারে তুঙ্গে উঠেছে। অনেকের মতে, এই মেট্রো স্টেশন চালু হওয়ার পরে যাত্রী সংখ্য়া একেবারে লাফিয়ে বাড়তে পারে। কলকাতায় আরও মেট্রো স্টেশন চালু হবে বলে খবর।