সংগীত শিল্পী কে কে'র মৃত্যু নাড়িয়ে দিয়েছে গোটা দেশের সংগীত প্রেমীদের হৃদয়। অনেকেই বিশ্বাস করতে পারছেন না, যে শিল্পী নজরুল মঞ্চে গান গেয়েছিলেন কিছুক্ষণ আগেই। মঞ্চ ত্যাগ করার কিছুক্ষণের মধ্যে শোনা গেল, তিনি আর নেই। পাড়ি দিয়েছেন চির ঘুমের দেশে।অগণিত ভক্তকে কাঁদিয়ে তিনি চলে গেলেন অমৃতলোকে। পড়ে থাকল তাঁর অমর সৃষ্টি। কিন্তু কীভাবে মৃত্যু হল তাঁর? এই প্রশ্নটা ভাবাচ্ছে গোটা দেশকে। এবার কেকের মৃত্যুকে ঘিরে তদন্তের দাবি তুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।এদিকে সংগীত শিল্পীর অকাল প্রয়াণের জেরে একাধিক অভিযোগ তুলে নালিশ জানানো হয়েছে থানায়। অভিযোগকারীর দাবি, তাঁর মাথায় চোট ছিল। কিন্তু সেটা অসুস্থ হয়ে পড়ে যাওয়ার জেরে কি না তা পরিষ্কার নয়। এবার অধীর চৌধুরী টুইট করে জানিয়েছে, একেবারে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানাচ্ছি। যখন তিনি পারফরম্যান্স করছিলেন নজরুল মঞ্চে তখন যে পরিবেশ ছিল তা নিয়ে নানা অস্বস্তিকর প্রশ্ন উঠছে। উদ্যোক্তাদের অব্যবস্থা তাঁর মৃত্যুকে তরাণ্বিত করতে পারে। লিখেছেন অধীর চৌধুরী।তবে শুধু অধীর চৌধুরীর মনে নয়, মঙ্গলবার রাতে নজরুল মঞ্চের পরিবেশকে ঘিরে নানা প্রশ্ন উঠছে অগণিত ভক্তদের মনে। ভিড়ে ঠাসা প্রেক্ষাগৃহে আদৌ কি কাজ করছিল এসি? বার বার ঘাম মুছছিলেন শিল্পী। জলও খাচ্ছিলেন শিল্পী? শীততাপ নিয়ন্ত্রণের ব্যবস্থা যথাযথ কার্যকরী থাকলে কেন এভাবে তিনি ঘামবেন? মঞ্চের স্পট লাইট নেভানোর জন্য অনুরোধও করেছিলেন। কিন্তু সেই আলো কি নেভানো হয়েছিল? কেন প্রখ্যাত শিল্পীর জন্য় আরও একটু ভালো ব্যবস্থা করা হল না?