সম্প্রতি এসএসসি মামলায় বেশ কিছু নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যা পুরোপুরি রাজ্য সরকারের বিরুদ্ধে। এনিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আইনজীবীদের রাজ্য বার কাউন্সিলের একাংশ মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইচ্ছাকৃতভাবে সরকারের নিন্দা করছেন, তিনি প্রতিশোধমূলক আচরণ করছেন। একজন বিচারপতির পক্ষে এরকম আচরণ করা মোটেই উচিত নয়। এই দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে স্মারকলিপি জমা দিল বার কাউন্সিল।
তৃণমূল বিধায়ক তথা রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব বলেন, ‘বারের সঙ্গে বেঞ্চের সুসম্পর্ক রাখা খুবই প্রয়োজন। কিন্তু, বর্তমানে এমন কিছু ঘটছে যার ফলে বিচার ব্যবস্থা নিয়ে ভুল ধারণা তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তিনি এসএসসি’র নিয়োগ বিতর্কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিচারবিভাগীয় প্রশাসনিক নির্দেশ নিয়ে আপত্তি জানিয়েছেন। অন্যদিকে, হইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক বৃহস্পতিবার বিচারপতি কাছে চিঠি লিখেছেন। তবে তাঁর বক্তব্য, বর্তমানে বহু মামলার পাহাড় জমে আছে। তাই বিচারপতিদের ঘুরিয়ে-ফিরিয়ে মামলার শুনানি করতে দিলে সে ক্ষেত্রে দ্রুত শুনানি সম্ভব হবে।
যদিও বারের আইনজীবীরা যেভাবে বিচারপতিকে নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তা নিয়ে সমালোচনায় সরব হয়েছেন আইনজীবীদের একাংশ। আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এটা অত্যন্ত দুঃখের বিষয় যে বিচারপতির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হচ্ছে। বিচারপতি হওয়ার আগে কার সঙ্গে যোগাযোগ ছিল সেই প্রসঙ্গ টেনে বিক্ষোভ দেখানোর কোনও মানে হয় না। আইনজীবীদের একাংশের বক্তব্য, প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে আদালতকে অচল করতে চাইছেন একশ্রেণির আইনজীবীরা।