গত সোমবার প্রাক্তন আমলা তথা তৃণমূলের সাংসদ জহর সরকার দল ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল ইস্যুতে দলের বিরুদ্ধে সরব হয়েছিলেন এই তৃণমূল সাংসদ। তাঁর এই মন্তব্যের পরে অস্বস্তিতে বেড়েছে তৃণমূলে। তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় থেকে শুরু করে অন্যান্য নেতারা জহর সরকারের পদত্যাগের দাবি জানিয়েছেন।
পার্থ চট্টোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের উদাহরণ টেনে জহর সরকার বলেছিলেন, ‘পচে যাওয়া অংশ বাদ দেওয়া উচিত।’ তিনি আরও দাবি করেছিলেন, তাঁর পরিবারের সদস্য এবং বন্ধু-বান্ধবরা তাকে তৃণমূল ছেড়ে দিতে বলছেন। তিনি বলেছিলেন, ‘প্রতিদিনই ভাবি তৃণমূল ছেড়ে দেব। তবে কোনওদিন সম্মানহানী হলে সত্যি সত্যিই দল ছেড়ে দেব।’
উল্লেখ্য, জহর সরকারকে রাজ্যসভায় যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার কথা উল্লেখ করে জহর সরকার বলেছেন, ‘যিনি আমাকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন তিনি যদি ক্ষুব্ধ হন এবং যদি চলে যেতে বলেন তাহলে আমি পদত্যাগ করব।’