ন্যাশনাল ক্যাডেট কর্পসে (এনসিসি) রাজ্যের অনুদান বন্ধ হওয়া নিয়ে রাজ্য–রাজনীতি চরমে উঠেছে। এই ঘটনা নিয়ে এখানকার দায়িত্বে থাকা কম্যান্ডিং অফিসার চিঠি লিখেছেন ডিজি এনসিসি–কে। ইতিমধ্যেই এই ইস্যুতে সরব হয়েছেন বিরোধীরা। জবাব দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষ। আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের এই প্রশ্নের মুখোমুখি হন তিনি। সেখানেই তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে আক্রমণ শানিয়েছেন।
ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ? এনসিসি নিয়ে দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সেনা, আধা সেনা এতে যে নিয়োগ হয় সব এনসিসি থেকে। না হলে সবাই এনসিসি করে না। তার জন্য আলাদা সিস্টেম আছে। বহু বছর ধরে মনে হয়েছে সরকারের স্বাধীনতার পর থেকে আমাদের যুবকদের যুবতীদের দেশপ্রেম ও নিয়মানুবর্তিতার প্রশিক্ষণ হওয়া উচিত। তাই কোটি কোটি টাকা খরচ করে স্কুলজীবন থেকে ডিসিপ্লিন আনার চেষ্টা হয়। সারাদেশে বহু ছেলে মেয়ে উপকৃত হয়। পশ্চিমবঙ্গ সরকার যদি মনে করে তাদের পার্টির নেতাদের মতো সবাই চরিত্রহীন আর চোর হোক, তাহলে এখানে এনসিসি বন্ধ করে দেওয়া উচিত। তাই বোধহয় করছে। এনসিসি করলে কেউ মা–মাটি–মানুষের ঝান্ডা ধরবে না। সেই জন্য হয়তো বন্ধ করে দিচ্ছে।’
রাজ্য মন্ত্রী ঠিক কী বলেছেন? এই বিষয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘রাজ্য সরকার টাকা বন্ধ করেনি। কেন্দ্র কোন কোন ক্ষেত্রে টাকা দিচ্ছে না সেটা নজর দেওয়া জরুরি। এই অভিযোগের সারবত্তা নেই। পরবর্তীতেও ফান্ড দেওয়া হবে। তবে যাদের টাকা দেওয়া হয় তাদের হিসাব দিতে হয়। হিসেব দিলে সেই মতো টাকা দিয়ে দেওয়া হবে। অক্টোবর মাসেই ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে।’