অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে যাবেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। তবে সেটা নিয়েও খোঁজখবর শুরু করে দিয়েছিলেন সিপিএমের সমর্থকরা। নানা প্রশ্ন তোলা হচ্ছিল। সব প্রশ্নেই কেমন যেন সন্দেহের ব্যাপার। আদৌ কি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমন্ত্রণ জানিয়েছে? এবার ব্যাপারটা সামনে আনলেন তৃণমূল নেতৃত্ব।
এবার গোটা বিষয়টি প্রমাণ করতে একেবারে সেই নেমন্তন্নের চিঠি নিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখেছেন, নিন, সিপিএমের মিথ্যাচারের কফিনে শেষ পেরেক। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে পাঠানো অক্সফোর্ডের অফিসিয়াল লেটার। রইল আপনাদের জন্য।
এরপর দেবাংশু একটি চিঠি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে ওপরে লেখা কেলগ কলেজ, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নামে নবান্নের ১৪ তলার ঠিকানায় পাঠানো একটি চিঠি পোস্ট করেছেন দেবাংশু।
সেখানে চিঠির শুরুতেই লেখা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখার জন্য় আমন্ত্রণ।