আদালতের নির্দেশের পরেও ভাঙা হল না রাস্তা দখল করে বানানো তৃণমূলের পার্টি অফিস। যার জেরে আদালত অবমাননার মামলা হল হাইকোর্টে। ঘটনা পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার।পাঁশকুড়ার গোপালপুর এলাকার বাসিন্দা গোলাম মইনুদ্দিনের দাবি, তাঁর বাড়ি থেকে ৬ নম্বর জাতীয় সড়কে যাওয়ার জন্য একটি রাস্তা তৈরি করে দিতে পাঁশকুড়া পৌরসভায় আবেদন জানিয়েছিলেন তিনি। সেই আবেদনের ভিত্তিতে একটি রাস্তা তৈরি করে দেয় পুরসভা। এর কয়েকদিনের মধ্যেই রাস্তার ওপর গজিয়ে ওঠে তৃণমূলের পার্টি অফিস। মাথায় উড়তে শুরু করে ঘাসফুলের পতাকা। যার জেরে বন্ধ হয়ে যায় মইনুদ্দিনের রাস্তা। আদালতের দ্বারস্থ হন তিনি।মামলায় যুক্ত করা হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে। মাপজোক করে দেখা যায় ওই জমি জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীন। এর পর পার্টি অফিস ভাঙার নির্দেশ জারি করে আদালত। BLRO-র দেওয়া রিপোর্টের ভিত্তিতে পার্টি অফিস ভাঙার দায়িত্ব দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে।আবেদনকারীর অভিযোগ, তার পর চার মাস কাটলেও আদালতের নির্দেশ কার্যকরী হয়নি। ফলে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেছেন তিনি। ওদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষের দাবি, BLRO রিপোর্ট দিতে দেরি করেছে। তাই সময়মতো আদালতের নির্দেশ কার্যকর করা যায়নি।