নিউ গড়িয়া–কলকাতা বিমানবন্দর রুটে মেট্রো প্রকল্পের পিয়ার বা স্তম্ভ নির্মাণের জন্য প্রায় এক মাস ধরে চিংড়িহাটা মোড়ে যানজট দেখা দিয়েছে। তবে সেই নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় ৩১৮ পিয়ারের আশেপাশের ব্যারিকেড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। এই ব্যারিকেড সরানো হলে চিংড়িহাটা মোড়ে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে, এবার ৩১৯ নম্বর পিয়ার তৈরির কাজ শুরু করা হবে।
আরও পড়ুন: নবদিগন্ত মেট্রো স্টেশনের কাজ কোন মাসে শেষ হবে? জেনে নিন নয়া আপডেট
মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, পিয়ার হল থামের মতো একটি অংশ। এটি ব্রিজের দু দিক ধরে রাখে। ফলে মেট্রোর এই ব্রিজের ক্ষেত্রে পিয়ারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেট্রো রেল সূত্রের খবর, ওই অংশের নির্মাণ কাজের জন্য ১৭ মে থেকে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কাজের সুবিধার জন্য রাস্তার একটি নির্দিষ্ট অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরের দিন ১৮ মে থেকে কাজ শুরু হয়। ২৯ মে ১২টি পাইল তৈরির কাজ শেষ হয়। ১৪ জুনের মধ্যে পাইল ক্যাপ ঢালাইয়ের কাজও শেষ হয়ে যায়। উল্লেখ্য, চিংড়িহাটায় কলকাতা মেট্রো রেলের অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া–কলকাতা বিমানবন্দর রুটে এই পিয়ার তৈরির কাজ চলছে। ৩১৮ নম্বর পিয়ার তৈরির কাজ সম্পন্ন হওয়ায় সেখান থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে আরভিএনএল।