প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়াদিল্লিতে গিয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখানের প্রধান অতিথি। সম্মেলনের উদ্বোধনও করবেন তিনি। এমনই ঘটতে পারে বলে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই নয়াদিল্লি সফর শেষ করেই এবার তাঁর মুম্বই সফর শুরু হবে বলে সূত্রের খবর।কেন তিনি মুম্বই যাবেন? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বিশ্ব বাংলা সম্মেলনকে সামনে রেখে সেখানে বৈঠক করতে যাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত এমন কর্মসূচিই স্থির রয়েছে। এদিকে ডিসেম্বর মাসেই কলকাতায় আসার কথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হবে বলেও জানা গিয়েছে। আগামী ২০ ডিসেম্বর মুম্বই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নয়াদিল্লিতে গিয়ে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে আমন্ত্রণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এখানের প্রধান অতিথি। সম্মেলনের উদ্বোধনও করবেন তিনি। এমনই ঘটতে পারে বলে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর বক্তব্য। এই নয়াদিল্লি সফর শেষ করেই এবার তাঁর মুম্বই সফর শুরু হবে বলে সূত্রের খবর।কেন তিনি মুম্বই যাবেন? তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, বিশ্ব বাংলা সম্মেলনকে সামনে রেখে সেখানে বৈঠক করতে যাচ্ছেন তিনি। এখনও পর্যন্ত এমন কর্মসূচিই স্থির রয়েছে। এদিকে ডিসেম্বর মাসেই কলকাতায় আসার কথা বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর। তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হবে বলেও জানা গিয়েছে। আগামী ২০ ডিসেম্বর মুম্বই যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।|#+|বাণিজ্যনগরীতে কাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী? দলীয় সূত্রে খবর, বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়ে নানা ব্যবসায়ী এবং বণিকসভার সঙ্গে কথা বলবেন তিনি। তারপর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করার কথা তাঁর। এমনকী বৈঠক করার কথা রয়েছে এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের সঙ্গেও। সেখানে জানিয়ে দেওয়া হবে কংগ্রেসকে নিয়ে চলতে চাইলেও তাদের আচরণ অন্যরকম। তাই কংগ্রেসকে বাদ দিয়েই জোট করতে হবে।এই বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে তাঁদের আসার আমন্ত্রণ জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে খবর। আবার তারপর বারাণসীও যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে সেখানের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘বারাণসীও যাওয়ার কথা রয়েছে। এখন কমলেশ ত্রিপাঠীর পরিবার আমাদের সঙ্গে আছে। আর বিজেপিকে হারাতে অখিলেশ যাদবকে সমর্থন করব। আমাদের ডাকলে সেখানে যাবো।’