বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bangladeshi Traders snubbed: ‘আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন’, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা

Bangladeshi Traders snubbed: ‘আসার দরকার নেই, টাকা ফেরত পেয়ে যাবেন’, বাংলাদেশি ব্যবসায়ীদের বলল বিধাননগর মেলা

প্রতীকী ছবি

বিধাননগর মেলায় বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত তাঁদের দেশের শাড়ির সম্ভার নিয়ে বসেন। ঢাকাই, জামদানি, বিভিন্ন ধরনের বাংলাদেশি তাঁত এপার বাংলার মহিলাদের বরাবরই ভীষণ প্রিয়। ফলে বিকিকিনি ভালোই হয়। কিন্তু, এবার সেটাও হবে না।

কলকাতা লাগোয়া বিধাননগর। সেখানেই বসতে চলেছে মেলা। যার পোশাকি নাম - বিধাননগর মেলা উৎসব ২০২৪-২৫। সেই মেলায় বেশ কিছু বাংলাদেশি ব্যবসায়ীরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু, আপাতত তেমনটা আর হচ্ছে না। উদ্য়োক্তাদের তরফে তাঁদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এপার বাংলার এই মেলায় যোগ দিতে আসার দরকার নেই। তাঁর যে অগ্রিম টাকা দিয়েছিলেন, সেই অর্থ তাঁদের ফেরত দিয়ে দেওয়া হবে।

ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে এখন শুধুই অশান্তির ছায়া। যে ভারতের প্রত্যক্ষ সাহায্যে বাংলাদেশ গঠিত হয়েছিল, এখন সেই ভারতকেই বিদ্বেষ আর ঘৃণায় ভরিয়ে দিচ্ছে বাংলাদেশের কট্টরপন্থীরা। তাতে যোগ্য মদত দিচ্ছে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।

বাংলাদেশের মাটিতে উঠছে ভারতবিরোধী স্লোগান, চরম অবমাননা করা হয়েছে ভারতের জাতীয় পতাকারও। এই প্রেক্ষাপটে এপার বাংলার আমজনতার মধ্যেও বাংলাদেশ নিয়ে অসন্তোষ বাড়ছে।

এদিকে, বিধাননগর মেলায় দোকান দেওয়ার জন্য আগেভাগেই স্টল এবং প্যাভিলিয়ন 'বুক' করে রেখেছিলেন বাংলাদেশি ব্যবসায়ীরা। কিন্তু, যে সংস্থা এই পুরো বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছে, তাদের তরফে ইতিমধ্যেই বাংলাদেশি ওই ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

ওই ব্যবসায়ীদের জানানো হয়েছে, তাঁদের বিধাননগর মেলায় আসার প্রয়োজন নেই। সেইসঙ্গে, ওই ব্যবসায়ীদের জমা করা টাকাও ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে সংশ্লিষ্ট তদারকি সংস্থাটি।

উল্লেখ্য, সল্টলেক সেন্ট্রাল পার্কে মঙ্গলবারই এই মেলার উদ্বোধন করা হবে। মেলার উদ্যোক্তা বিধাননগর পুরনিগম। মেলা চলবে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত। এবছর এই মেলায় প্রায় ৫০০টি স্টল থাকবে।

যে সংস্থাকে এই মেলায় স্টল বুকিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের এক আধিকারিককে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়া-এ প্রকাশিত প্রতিবেদনে লেখা হয়েছে,'মেলায় যদি বাংলাদেশি ব্যবসায়ীরা উপস্থিত থাকেন, তাহলে তার বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমরা চাই না, মেলা ঘিরে কোনও অশান্তি ছড়াক। আমরা বাংলাদেশি ব্যবসায়ীদের জমা করা অগ্রিম টাকা ইতিমধ্যেই ফেরত দিতে শুরু করেছি। বাকি যাঁরা রয়েছেন, তাঁরাও যাতে নিজেদের টাকা ফেরত নিয়ে নেন, আমরা তাঁদের সেটা বোঝানোর চেষ্টা করছি। এবং তাঁদের বলেছি, মেলায় আসার কোনও প্রয়োজন নেই।'

প্রসঙ্গত, আগামী ২৮ জানুয়ারি থেকে কলকাতা আন্তর্জাতিক বইমেলাও শুরু হতে চলেছে। সেখানেও বাংলাদেশের কোনও প্রতিনিধিত্ব থাকবে না বলেই জানা গিয়েছে। যা এককথায় নজিরবিহীন।

কারণ, প্রতিবছরই কলকাতা বইমেলায় বাংলাদেশের তরফে বেশ কয়েকটি স্টল দেওয়া হয়। সেসব স্টলে ক্রেতা ও বইপ্রেমীদের ভিড়ও হয় চোখে পড়ার মতো। এবার আর সেই চেনা ছবি দেখা যাবে না।

অন্যদিকে, বিধাননগর মেলায় বাংলাদেশি ব্যবসায়ীরা মূলত তাঁদের দেশের শাড়ির সম্ভার নিয়ে বসেন। ঢাকাই, জামদানি, বিভিন্ন ধরনের বাংলাদেশি তাঁত এপার বাংলার মহিলাদের বরাবরই ভীষণ প্রিয়। ফলে বিকিকিনি ভালোই হয়। কিন্তু, এবার সেটাও হবে না।

বাংলার মুখ খবর

Latest News

ইলন মাস্ক এবং তার বিলিয়ন ডলারের সাম্রাজ্য সম্পর্কে ৮টি তথ্য দাঁড়িয়ে জল খেলে শরীরের কী কী ক্ষতি? বসে জল খাওয়াই কি সঠিক পদ্ধতি বিএসএফ জওয়ানকে আটক করল পাকিস্তানি রেঞ্জার্স, ভুল করে পেরিয়েছিলেন সীমান্ত: Report ‘মানুষকে এককাট্টা করার বদলে ভাগ করছে ধর্মের ভিত্তিতে বিজেপি’‌‌, তোপ সেলিমের রান্নাঘর থেকে অবিলম্বে সরিয়ে ফেলুন এই ৬ জিনিস, বড় বিপদ ডেকে আনে শরীরের 'উনি ভেবেছিলেন, আমার হাতে ওয়াইনের গ্লাস তুলে দিলেই চুমু খেতে পারবেন, চড় কষাই' ‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ভাল নাগরিক নয়!’ কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন? সাফল্য আসতেই শান্তি MI পরিবারে! তিলক বললেন, ‘হার্দিকের সঙ্গে সম্পর্ক খুব ভালো’ আমাদের দেশ ছেড়ে চলে যান, পাক নাগরিকদের নির্দেশ, ভারতীয়দের জন্যও এসেছে পরামর্শ ইস্টবেঙ্গলের তথ্যচিত্র প্রকাশ মুখ্যমন্ত্রীর! মহিলা দলকেও পুরস্কার দিদির!

Latest bengal News in Bangla

‘মানুষকে এককাট্টা করার বদলে ভাগ করছে ধর্মের ভিত্তিতে বিজেপি’‌‌, তোপ সেলিমের ‘পুরো তার কেটে গেছে লোকটার!’‌‌ শুভেন্দুর পোস্ট করা নিয়ে চরম খোরাক করলেন দেবাংশু কবে বের হবে মাধ্য়মিকের ফলাফল? তারিখ জানাল পর্ষদ, দেখা যাবে HT বাংলায় ডাকাতির ঘটনায় গ্রেফতার হলেন বিজেপি নেতা, পুরুলিয়ায় বিড়ি ব্যবসায়ীর বাড়িতে লুঠপাট লিভ–ইন পার্টনারের সম্মান বাঁচাতে গিয়ে খুন যুবক, বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা নিউটাউনে ‘ডান-শেষ…কারা কারা মুসলিম…’ কাশ্মীরে জঙ্গি হানার বিবরণ দিলেন বিতানের স্ত্রী ‘‌২৬০টা মুন্ডু চাই’‌, বিধানসভার বাইরে পাকিস্তানের পতাকা পুড়িয়ে হুঙ্কার শুভেন্দুর কাচের বোতল ভেঙে গলায় ঢুকিয়ে বন্ধুকে খুন জোড়াসাঁকোয়, মদের আসরে বচসা থেকেই হত্যা পহেলগাঁওয়ে পর্যটকদের হত্যার প্রতিবাদে পথে নামছে তৃণমূল কংগ্রেস, ডাক মিছিলের চাকরিহারাদের আন্দোলনে ভাটা পড়েছে, সংখ্যা কমতে শুরু করেছে, ঝাঁঝ কমল কেন?‌

IPL 2025 News in Bangla

‘হার্দিক নির্লজ্জ, স্বার্থপর.., ভাল নাগরিক নয়!’ কেন সমালোচনার মুখে MI ক্যাপ্টেন? IPL-র ম্যাচের আগে হঠাৎই RCBর প্রাক্তনীদের খুঁজছেন RR হেডস্যার দ্রাবিড়! কারণ? অভিনব মানোহরকে মেরে মাটি ধরিয়ে দিলেন বুমরাহ! কী হল তারপর? সমালোচনার মুখে জসপ্রীত জানেন কার জন্য SRH-এর বিরুদ্ধে ম্য়াচ জিততে চেয়েছিলেন সূর্যকুমার যাদব? আম্পায়ারও তো পয়সা নিচ্ছেন, যার কাজ তাকে করতে দাও… ইশানকে সেহওয়াগের কড়া বার্তা সুযোগ পেলে অবশ্যই IPL-এ খেলব… PSL-এ কি খেলতে চান না পাকিস্তানের পেসার আমির? ১০৩টে ক্যাচ মিস! ৫ বছরের IPL ইতিহাসে আগে কখনও এত খারাপ হয়নি, চিন্তায় উদ্যোক্তারা ২০১৬-র পরে ফের IPL-এ এই কীর্তি রোহিতের, SRH-কে উড়িয়ে একলাফে লিগ টেবিলের তিনে MI রিভার্স স্কুপে ছক্কা হাঁকানোর পরের বলেই ক্লাসেনকে ফিরিয়ে ট্রিপল সেঞ্চুরি বুমরাহর সততা দেখাতে গিয়ে বোকা কালিদাস হলেন ইশান,আউট না হয়েও পুরনো দলকে উপহার দিলেন উইকেট

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.