তাঁর ফ্ল্যাট থেকেই পাওয়া গিয়েছিল কোটি কোটি নগদ টাকা। তারপর তাঁকে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে ইডি। কিন্তু তাঁরই জেলে থাকতে আর ভালো লাগছে না। হ্যাঁ, তিনি পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই তিনি বিষাদে ছিলেন। নানা মন্তব্য করছিলেন ক্ষোভ থেকে। এবার তিনিই একরাশ ‘অভিমান’ নিয়ে জেলে দিনভর কান্নাকাটি করলেন। জেলের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই মহিলা কারারক্ষী তাঁর সেলে এসে নানাভাবে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। উল্টে অর্পিতার কান্না আরও বেড়ে যায় বলেই সূত্রের খবর।
ঠিক কী বলেছেন অর্পিতা? কাঁদতে কাঁদতে মহিলা কারারক্ষীদের তিনি বলেন, ‘আর ভাল লাগছে না জেলের ভিতর। বাইরে বেরোতে চাই’। আলিপুর মহিলা জেলে এভাবেই ভেঙে পড়েছেন একদা অভিনেত্রী তথা পার্থ ঘনিষ্ঠ নারী। কিন্তু বেরতে চাইলেই কি বেরনো যায়! কারণ তাঁর জামিন খারিজ করে দিয়েছে আদালত। তাই মুক্তি মেলেনি। তাঁর অন্ধকার কালকুঠুরিই এখন ঠিকানা। সেটাই আর ভাল লাগছে না পার্থ ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতার।
আর কী জানা যাচ্ছে? জেল সূত্রে খবর, অর্পিতা জেল কর্মীদের কাছে কান্নাকাটি করে বলেন, ‘আমার এই পরিবেশ কিছুতেই ভালো লাগছে না। কোথা থেকে যে কী হয়ে গেল, কিছুই বুঝতে পারছি না।’ এদিন দুপুরে তাঁর সেলে কারারক্ষীরা খাবার দিয়ে যান। থালায় ছিল ভাত, ডাল, পটলের তরকারি এবং মাছের ঝোল। কিন্তু সেই খাবারও সামান্য মুখে তুলে বাকি খাবার সরিয়ে রাখেন তিনি। তারই ফাঁকে কান্নাকাটি দেখে এদিন অন্য মহিলা বন্দিরা তাঁকে ঘিরে নানা রসালো টিপ্পনি করতে থাকেন।