কলকাতায় আরও ৩ জনের দেহে মিলল করোনাভাইরাসের সংক্রমণ। বালিগঞ্জের লন্ডন ফেরত যে তরুণের দেহে করোনা সংক্রমণ মিলেছিল তাঁর পরিবারের ৩ সদস্যের দেহে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। যার ফলে পশ্চিমবঙ্গে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭।২ দিন আগে বালিগঞ্জের পণ্ডিতিয়া রোডের বাসিন্দা যুবকের দেহে করোনাভাইরাসের উপস্থিতি মেলে। সম্প্রতি লন্ডন থেকে দেশে ফিরেছিলেন তিনি। এর পরই পরিচারিকা-সহ তরুণের পরিবারের ১১ জনরে রাজারহাটের কোয়ারেনটাইন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেকের লালারসের নমুনা পাঠানো হয় বেলেঘাটার নাইসেডের ল্যাবরেটরিতে।রবিবার সন্ধ্যায় তার রিপোর্ট এলে দেখা যায়, তরুণের মা – বাবা ও এক পরিচারিকা করোনাভাইরাসে আক্রান্ত। এর ফলে কলকাতায় করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭। এরা হলেন নবান্নের আমলার লন্ডন ফেরত ছেলে। বালিগঞ্জের লন্ডনফেরত যুবক। হাবরার স্কটল্যান্ড ফেরত তরুণী ও দমদমের প্রৌঢ়। এর মধ্যে দমদমের প্রৌঢ় ছাড়া প্রত্যেকেই বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি রয়েছেন। দমদমের প্রৌঢ় রয়েছেন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে।স্বাস্থ্য দফতর সূত্রের খবর, দেহে করোনাভাইরাসের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়ায় ওই তিন জনকে বেলেঘাটা আইডি হাসপাতালের বিশেষ বিভাগে ভর্তি করা হবে। যার ফলে ওই ওয়ার্ডে রোগীর সংখ্যা বেড়ে হবে ৬।