নিষিদ্ধ জঙ্গি সংগঠন কেএলও’তে আরও বেশ কয়েকজন যুবক যোগ দিয়েছেন। এমনটাই খবর পাচ্ছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। আর তারপরেই তৎপরতা বাড়িয়েছে এসটিএফ। সূত্রের খবর, এই ছয় যুবককে মায়ানমারের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে। এ নিয়ে সম্প্রতি তথ্য পেয়েই তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।
এ প্রসঙ্গে এসটিএফ-এর উত্তরবঙ্গের ডেপুটি পুলিশ সুপার সুদীপ ভট্টাচার্য জানিয়েছেন, ‘আমরা বেশ কয়েকজন যুবকের কেএলও’তে যোগদানের তথ্য পেয়েছি। মায়ানমারে তাদের প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছে।’ গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ এই জঙ্গি সংগঠন বেকার যুবকদের প্রভাবিত করে কেএলও’তে যোগদান করিয়ে নিজেদের সংখ্যা বাড়াচ্ছে। আর নবনিযুক্ত যুবকদের নাগাল্যান্ড বা মায়ানমারে প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কর্মে সক্রিয় হয়ে উঠেছে কেএলও জঙ্গিরা। প্রায় প্রতি সপ্তাহে ভিডিয়ো বার্তা পাঠাচ্ছেন কেএলও সুপ্রিমো জীবন সিং। এমনকি বেশ কয়েকদিন আগে ট্রেনিং সেন্টারেরও ছবি প্রকাশ করেছেন তিনি। অবশ্য কেএলও জঙ্গিদের তৎপরতা বাড়ার পরেই তৎপর হয়েছে এসটিএফ। সম্প্রতি বেশ কয়েকজন কেএলও জঙ্গিকে গ্রেফতার করেছেন গোয়েন্দারা। যার মধ্যে একজন রয়েছে জীবন সিংয়ের ঘনিষ্ঠ।