দক্ষিণ ২৪ পরগনার পর এবার উত্তর ২৪ পরগণায় স্কুল শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। এই অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। স্কুল ভবন তৈরির কাটমানি না পাওয়ায় স্কুলের প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে বেধরক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদার। এর পরেই আতঙ্কের মধ্যে রয়েছেন ওই শিক্ষক। আক্রান্ত প্রধান শিক্ষকের নাম সুকুমার সর্দার।
অভিযোগ, পাটকেলপোতা প্রাথমিক স্কুলে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। তার জন্য গত সোমবার বাড়ি ফেরার সময় প্রধান শিক্ষকের পথ আটকান স্থানীয় তৃণমূল কর্মী আশরাফুল মণ্ডল। তিনি প্রধান শিক্ষকের কাছে কাটমানি চাইলে তা দিতে অস্বীকার করেন প্রধান শিক্ষক। তখনই রাস্তায় ফেলে প্রধান শিক্ষককে ধরে বেধড়ক মারধর করে ওই তৃণমূল কর্মী। বিষয়টি দেখতে পেয়ে স্কুলের অন্যান্য শিক্ষক এবং তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন। মাথায় আঘাত পেয়েছেন ওই প্রধান শিক্ষক।