আগামিকাল ২ মে থেকে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে শুরু হচ্ছে গরমের ছুটি। রবিবার এমনিতেই ছুটি ছিল স্কুলগুলি, তারপর আজ সোমবার মে দিবস উপলক্ষে স্কুল ছুটি রয়েছে। ফলে রবিবার থেকেই ছুটি শুরু হয়ে গেছে বলা যায়। যদিও কবে স্কুল খোলা হবে সে বিষয়ে এখনও পর্যন্ত স্কুল শিক্ষা দফতরের তরফে কিছু জানানো হয়নি। তবে এই সময় ছাত্র-ছাত্রীরা কোনওভাবেই যাতে মিড ডে মিল থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে স্কুল শিক্ষা দফতরের কাছে আবেদন জানিয়েছে একটি শিক্ষক সংগঠন।
বঙ্গীয় শিক্ষক ও শিক্ষা কর্মী সমিতির তরফে শিক্ষা সচিব মণীশ জৈনকে স্কুল পড়ুয়াদের মিড ডে মিল নিয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তারা স্কুল শিক্ষা দফতরের কাছে আর্জি জানিয়েছেন, ২ মে থেকে গরমের ছুটি শুরু হচ্ছে। কবে স্কুল খোলা হবে সে বিষয়ে এখনও জানানো হয়নি। তবে তাদের মতে জুন মাসের দ্বিতীয় সপ্তাহের আগে স্কুল খোলার সম্ভাবনা নেই। তাই ওই সময়ে ছাত্রছাত্রীরা যাতে মিড ডে মিল থেকে কোনওভাবে বঞ্চিত না হয় তার ব্যবস্থা করতে হবে। সংগঠনের দাবি, গরমের কারণে এপ্রিলে এক সপ্তাহ ধরে স্কুল বন্ধ ছিল। গরমের ছুটি থাকার কারণে স্কুল বন্ধ থাকবে। তাদের বক্তব্য, ৩০ দিনে ছাত্র-ছাত্রীদের যে মিলের জন্য খরচ হয়ে থাকে জন্য ২০০ কোটি টাকা। বর্তমানে রাজ্যে মিল পরিষেবা পেয়ে থাকে এক কোটি ছাত্রছাত্রী। স্কুল বন্ধ থাকলে যাতে এই সমস্ত পড়ুয়ারা চাল, ডাল, সবজি, চিনি, আলু, ডিম এইসব খাবার থেকে বঞ্চিত না হয় সে বিষয়ে শিক্ষা দফতরের কাছে আবেদন জানিয়েছে সংগঠন।
প্রসঙ্গত, মিড ডে মিলের জন্য কেন্দ্রীয় সরকারের ৬০ শতাংশ এবং রাজ্য সরকার ৪০ শতাংশ অনুদান দিয়ে থাকে। শিক্ষক সংগঠনের এক নেতা দাবি করেছেন, মিড ডে মিলে যে সমস্ত পুষ্টিকর খাবার রয়েছে স্কুল বন্ধ থাকলে ছাত্র ছাত্রীরা যাতে সেই সমস্ত খাবার পায় সেবিষয়ে শিক্ষা দফতরের কাছে আবেদন জানানো হয়েছে। ২ মে থেকে স্কুলে ছুটি শুরু হচ্ছে। কবে খোলা হবে সে বিষয়ে এখনও বলা হয়নি। তবে মনে করা হচ্ছে, এক মাস গরমের ছুটি থাকবে। তাই পড়ুয়াদের পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়ার জন্য স্কুল শিক্ষা দফতরের কাছে দাবি জানানো হয়েছে বলে সংগঠনের তরফ থেকে জানানো হয়েছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup