বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Tea garden reopens: প্রশাসনের হস্তক্ষেপে ১১ দিন পর খুলে গেল জলপাইগুড়ির চা বাগান, খুশি ৩০০ শ্রমিক
পরবর্তী খবর
Tea garden reopens: প্রশাসনের হস্তক্ষেপে ১১ দিন পর খুলে গেল জলপাইগুড়ির চা বাগান, খুশি ৩০০ শ্রমিক
1 মিনিটে পড়ুন Updated: 01 Oct 2023, 10:53 AM ISTMD Aslam Hossain
গত ১১ দিন আগে মালিক–শ্রমিক অসন্তোষের বন্ধ হয়ে যায় চাবাগান, যার ফলে বিপাকে পরতে হয় চা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের। কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় ৩০০ শ্রমিক। তার ফলে তাঁরা অনিশ্চিততার মুখে পড়েছিলেন।
Ad
খুলে গেল জলপাইগুড়ির চা বাগান। নিজস্ব ছবি
শ্রমিক অসন্তোষের জেরে গত ১১ দিন ধরে বন্ধ ছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সুখানী চা বাগান। এরফলে পুজোর আগেই কর্মহীন হয়ে পড়েছিলেন শ্রমিকরা। তার ফলে তাঁরা ব্যাপক সমস্যায় পড়েছিলেন। এরপর থেকেই মালিক–শ্রমিক পক্ষের সঙ্গে লাগাতার বৈঠকে বসেছিল প্রশাসন। অবশেষে সমাধানসূত্র মিলল। ১১ দিন পর শনিবার থেকে খুলে গেল চা বাগান। এরফলে স্বাভাবিকভাবেই পুজোর আগে হাসি ফুটল শ্রমিকদের মুখে।
জানা গিয়েছে, গত ১১ দিন আগে মালিক–শ্রমিক অসন্তোষের বন্ধ হয়ে যায় চাবাগান, যার ফলে বিপাকে পড়তে হয় চা শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যদের। কর্মহীন হয়ে পড়েছিলেন প্রায় ৩০০ শ্রমিক। তার ফলে তাঁরা অনিশ্চিততার মুখে পড়েছিলেন। এরপরেই জলপাইগুড়ি জেলার শ্রম দফতরে উদ্যোগে বেশ কয়েকবার মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করার প্রচেষ্টা করা হয়। দীর্ঘ আলোচনার পর অবশেষে মালিকপক্ষ শনিবার সকাল থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেয়। সেই সিদ্ধান্ত মতো শনিবার সকাল থেকে চা বাগান খুলে দেওয়া হয়। বাগান খুলে যাওয়ায় সাত সকালে কাজে যোগ দেন শ্রমিকরা। এদিন বাগানের শ্রমিকরা জানান, পুজোর আগে বাগান খুলে যাওয়ায় সকলেই খুশি। শ্রম দফতর ও মালিক পক্ষকে ধন্যবাদ জানান তাঁরা।