ডায়রিয়া কি ছড়াচ্ছে পানীয় জলের মাধ্যমে? এই প্রশ্নই এখন উঠতে শুরু করেছে। কারণ পেটে ব্যথা, পায়খানা, বমি, জ্বরের মতো একাধিক উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন একাধিক মানুষ। তার মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে। নদিয়ার কৃষ্ণনগর ১ নম্বর ব্লকের ভীমপুর থানার অন্তর্গত জলকর মথুরাপুর গ্রামে এখন অসুস্থ আরও ৩০ জন। তাদের মধ্যে ১২ জনকেই শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিক কী ঘটেছে নদিয়ায়? স্থানীয় সূত্রে খবর, মৃত কিশোরের নাম শুভদীপ হালদার (১২)। শুক্রবার রাতে শুভদীপের পায়খানা, বমি এবং অসহ্য পেট ব্যথা শুরু হয়। রাতারাতি প্রবল জ্বর চলে আসে। এই পরিস্থিতি দেখে ছেলেকে হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকজন। কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কিশোরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা শুভদীপকে কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করে দেন।
তারপর সেখানে কী ঘটল? এরপর পরিবারের সদস্যরা তাঁকে নিয়ে রওনা হতেই রাস্তাতেই শুভদীপের মৃত্যু হয়। গ্রামবাসীদের অনেকেই অসহ্য পেট ব্যথা, বমি, পায়খানা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গ্রামের কলের জল থেকেই এই ধরনের ডায়রিয়া দেখা দিচ্ছে। এই ঘটনায় গ্রামবাসীরা ভীষণই আতঙ্কিত। স্বাস্থ্য দফতর তড়িঘড়ি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। এখন গ্রামে মেডিক্যাল ক্যাম্প বসিয়ে আক্রান্তদের ওষুধপত্র দেওয়া হয়েছে। পানীয় জল থেকেই এই ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে বলে স্বাস্থ্য দফতরের কর্মীরা জানতে পেরেছেন।