নয়া শিক্ষাবর্ষ থেকেই উচ্চমাধ্যমিকে সেমেস্টার প্রথা চালু হয়ে যাচ্ছে। ঘোষণা করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। অর্থাৎ যে পড়ুয়ারা এবার মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণিতে ভরতি হতে চলেছেন, তাঁদের হাত ধরেই উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার প্রথা চালু হচ্ছে। আর সেমেস্টার প্রথায় তাঁরাই প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন (২০২৫-২৬ শিক্ষাবর্ষ)। যে নয়া প্রথা অনুযায়ী, এখন যেমন একটি চূড়ান্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা (দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা) হয়, সেটা আর হবে না। বরং দুটি সেমেস্টার মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। ওই দুটি সেমেস্টারের ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত রেজাল্ট তৈরি হবে পড়ুয়াদের।
বুধবার সন্ধ্যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে এবং দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ২০২৫-২৬ শিক্ষাবর্ষ সেমেস্টার প্রথা চালুর অনুমোদন দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুলশিক্ষা দফতর।’ তবে কীভাবে সেই সেমেস্টার প্রথা চালু হবে, কবে কী পরীক্ষা হবে, সিলেবাস কী হবে, তা আপাতত সংসদের তরফে জানানো হয়নি। পরবর্তীতে সেই বিষয়টি বিস্তারিতভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংসদের সভাপতি।
আরও পড়ুন: HS 2025 Full Routine and Timings: একটানা ৬ দিন পরীক্ষা! ২০২৫ সালের উচ্চমাধ্যমিকের পুরো রুটিন দেখুন, কটায় শুরু হবে?
এমনিতে প্রাথমিকভাবে ঠিক হয়েছিল যে একাদশ শ্রেণিতে প্রথম সেমেস্টারের পরীক্ষা হবে ২০২৪ সালের নভেম্বরে। ২০২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা। তারপর দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টারের পরীক্ষা (উচ্চমাধ্যমিকের প্রথম সেমেস্টার) হবে ২০২৫ সালের নভেম্বরে। আর দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা (উচ্চমাধ্যমিকের দ্বিতীয় সেমেস্টার) হবে ২০২৬ সালের মার্চে। চূড়ান্ত যে সেমেস্টার প্রক্রিয়া কার্যকর হবে, সেখানেও সেই ধাঁচটা বজায় থাকবে বলে সংশ্লিষ্ট মহলের দাবি।
আর সেই সেমেস্টার পদ্ধতিকে স্বাগত জানিয়েছেন শিক্ষক মহলের একাংশ। কলকাতার একটি স্কুলের প্রধান শিক্ষকের বক্তব্য, উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার প্রথা চালু হওয়ার ফলে পড়ুয়াদের সুবিধা হবে। সর্বভারতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে। সেইসঙ্গে পড়ুয়ারা ওএমআর শিট ফর্ম্যাটের সঙ্গেও অভ্যস্ত হয়ে যাবেন। অন্যদিকে, সংসদ সভাপতির মতে, উচ্চশিক্ষার ধাপ হিসেবে উচ্চমাধ্যমিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই স্তরে একবার পরীক্ষা খারাপ হলে পড়ুয়াদের নম্বর ভালো করার আরও একটি সুযোগ দেওয়া উচিত।
যদিও বিরোধিতার সুরও গিয়েছে একপক্ষের তরফ থেকে। শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘উচ্চমাধ্যমিক স্তরে সেমেস্টার প্রথা চালুর মাধ্যমে সহজে নম্বর তোলার সস্তা প্রক্রিয়া শুরু করতে চাইছে সরকার। কিন্তু সেই সিদ্ধান্তের ফলে উচ্চশিক্ষায় যাওয়ার আগে পড়ুয়াদের শক্ত ভিত্তি তৈরি করার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে।’
আরও পড়ুন: HS 2024 Result Date: কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বেরোবে? পরীক্ষা শেষের দিনেই জানিয়ে দিল সংসদ